আবার শুরু হচ্ছে পিএসএল

আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদস্যরা ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে আগামী ১ জুন থেকে আবার শুরু হবে পিএসএলের বাকি অংশ।

করোনা মাহামারীর ভিতরই গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হয়েছিলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসর। জৈব সুরক্ষা বায়ো বাবল নিশ্চিত করে টুর্নামেন্ট আয়োজন করলেও কয়েক ম্যাচ অনুষ্টিত হওয়ার পরই সাত জন ক্রিকেটারের সাথে করোনায় আক্রান্ত হন দুই জন কোচিং স্টাফের সদস্য।

করোনা শনাক্ত হওয়ার পরই ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে বৈঠকে বসে অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএল স্থগিত ঘোষণা করে পিসিবির পক্ষ থেকে জানানো হয় ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে আবারো আলোচনা শেষে সিদ্বান্ত নেওয়া হবে স্থগিত হওয়া অংশ নিয়ে।

অবশেষে আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সদস্যরা ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে আগামী ১ জুন থেকে আবার শুরু হবে পিএসএলের বাকি অংশ।

আগামী ১ জুন শুরু হওয়ার পর ২০ জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সব গুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বিকাল ৫ টায় ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ১০ টায়।

বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি আরো জানিয়েছে অংশগ্রহণকারী সকল ক্রিকেটারকে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সবাই একই হোটেলে থাকবে এবং টুর্নামেন্ট শুরু হওয়ার তিন দিন আগে দল গুলো অনুশীলনের সুযোগ পাবে।

পিএসএলে করোনা হানা দেওয়ার পর জৈব সুরক্ষা বায়ো বাবল নিয়ে সমালোচনার মুখে পড়েছিলো পিসিবি। তাই এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে চায় বোর্ড। টুর্নামেন্ট শুরু হওয়ার পর যেন আবার করোনা না ছড়ায় এই বিষয়ে পিসিবিকে পরামর্শ দেওয়ার জন্য কাজ করছে দুই সদস্যের একটি কমিটি।

স্থগিত হওয়ার আগে এবারের আসরের ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। এই ১৪ ম্যাচ শেষে পিএসএলের পয়েন্ট টেবিলে ৫ মাচে ৩ জয় নিয়ে শীর্ষে রয়েছে করাচি কিংস এবং সমান জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পেশোয়ার জালমি। এরপরের স্থান গুলোতে রয়েছে যথাক্রমে ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, মুলতান সুলতান্স ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের।

৫ ম্যাচে ৫৯.৪০ গড়ে ২৯৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী মোহাম্মদ রেজওয়ান। দ্বিতীয় স্থানে থাকা বাবর আজমের ব্যাট থেকে এসেছে ২৫৮ রান। ৫ ম্যাচে ১২ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন শান মাসুদ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা শাহীন শাহ আফ্রিদী ও শাহনেওয়াজ ধানীর শিকার ৯ টি করে উইকেট।

পাকিস্তান সুপার লিগ স্থগিত করার ঘটনা এবারই প্রথম নয়। এরআগে করোনার কারণে গত বছরের মার্চেও স্থগিত করা হয়েছিলো পিএসএলের সর্বশেষ আসর। গত বছরের নভেম্বরে আয়োজন করা হয়েছিলো স্থগিত হওয়া বাকি ম্যাচ গুলো।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...