ছয় ছক্কার মহারথীরা

টি-টোয়েন্টির এই জামানায় ছক্কার রেকর্ড বাড়লেও এক ওভারের সবগুলো বল সীমানার বাইরে পাঠানোর সূত্রপাত সেই বিংশ শতাব্দীতে। এরপর অনেক বেলা গড়িয়েছে - কালক্রমে এই ঘঠনার সংখ্যাও বেড়েছে অনেক।

টি-টোয়েন্টির এই যুগে অহরহ ছক্কা দেখা যায়। তাই বলে এক ওভারের সব বলে ছক্কা! স্বীকৃত ক্রিকেটে এই ঘটনা ঘটেছে মোট নয়বার। এই ঘটনার সূত্রপাত ঘটেছে গ্যারি সোবার্সের হাত ধরে।

টি-টোয়েন্টির এই জামানায় ছক্কার রেকর্ড বাড়লেও এক ওভারের সবগুলো বল সীমানার বাইরে পাঠানোর সূত্রপাত সেই বিংশ শতাব্দীতে। এরপর অনেক বেলা গড়িয়েছে – কালক্রমে এই ঘঠনার সংখ্যাও বেড়েছে অনেক। ঘটনাগুলো একত্রে করে খেলা ৭১ এর আজকের এই আয়োজন।

  • গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)

নিঃসন্দেহে গ্যারি সোবার্স বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার। ক্রিকেট বিশ্বে তাঁর হাত ধরেই ছয় বলে ছক্কা হাঁকানোর সূচনা ঘটে। তিনি ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ১৯৬৮ সালে, কাউন্টি ক্রিকেটে। কাউন্টি ক্রিকেটে নটিংহামশায়ারের হয়ে খেলার সময় গ্লামারগনের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
এই দূর্ভাগা বোলার ছিলেন ম্যালকম ন্যাশ। তিনি ছিলেন বাঁহাতি আর্ম বোলার। এই ওভারের পঞ্চম বলে আউট হয়ে যেতেন গ্যারি সোবার্স। কিন্তু লং অফে ফিল্ডিং করা রজার ডেভিস ক্যাচ ধরলেও সেই বল বাউন্ডারি লাইনের বাইরে ফেলে দেন। এর ফলে সেটি ছক্কায় পরিণত হয়।

  • রবি শাস্ত্রী (ভারত)

গ্যারি সোবার্সের এই কীর্তির পর এই কীর্তির পুনরাবৃত্তি করেন রবি শাস্ত্রী। তিনি এই ঘটনা ঘটান মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে খেলার সময়।

রবি শাস্ত্রী যখন  ছয় বলে ছয় ছক্কা মারা শুরু করেন তখন তিনি ছিলেন ১৪৭ রানে। এই সময়ে দূর্ভাগা বোলার ছিলেন তিলক রাজ। তিলক রাজ ছিলেন একজন বাঁহাতি আর্ম স্পিনার। তিলক রাজের এই ছয় ওভারে ছয় ছক্কা মেরে মাত্র ১২৩ বলে দ্বিশতক করেন রবি শাস্ত্রী।

  • হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছক্কা মারার কীর্তি গড়েন এই প্রোটিয়া ওপেনার। সময়ের সেরা আক্রমণাত্মক ব্যাটসম্যান ছিলেন হার্শেল গিবস।

২০০৭ সালের বিশ্বকাপে এই রেকর্ড গড়েন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। ডাচ লেগ স্পিনার ড্যান ভ্যান বুঞ্জে ছিলেন এই অভাগা বোলার।

  • যুবরাজ সিং (ভারত)

হার্শেল গিবসের এই ঘটনার মাত্র এক মাস পরেই আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড গড়েন যুবরাজ সিং। পেশাদার ক্রিকেটে যুবরাজ সিং একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা একজন পেসারের বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা মেরেছেন।

এই ঘটনা ঘটেছিলো ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই সময়ে দুর্ভাগা বোলার ছিলেন স্টুয়ার্ট ব্রড। ধারাভাষ্য বক্সে বসে রবি শাস্ত্রী ২২ বছর আগে তাঁর নিজের মারা ছয় বলে ছয় ছক্কার কথা স্মরণ করেছিলেন তিনি।

  • রস হু্ইটলি (ইংল্যান্ড)

যুবরাজের ছয় বলে ছয় ছক্কা মারার দশ বছর পরে এই ঘটনা ঘটেছিলো কাউন্টি ক্রিকেটে।

কাউন্টি ক্রিকেটে হেডিংলিতে মুখোমুখি হয়েছিলো উস্টারশায়ার এবং ইয়র্কশায়ার। এই ম্যাচে উস্টারশায়ারের হয়ে রোজ হোয়াটলি ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন। এই ওভারে একটি বল ওয়াইড হয়েছিলো। আর এই অভাগা বোলার ছিলেন কার্ল কার্ভার।

  • হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)

হজরতউল্লাহ জাজাই প্রথম আফগান ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েন। তিনি এই রেকর্ড গড়েন আফগান প্রিমিয়ার লিগ (এপিএল) এ।

এপিএলে মুখোমুখি হয়েছিলো কাবুল জাওয়ানান এবং বালখ লিজেন্ড। এই ম্যাচে কাবুল জাওয়ানানের হয়ে এই রেকর্ড গড়েন তিনি। এই সময়ে দূর্ভাগা বোলার ছিলেন আব্দুল্লাহ মাজারি।

ছয় বলে ছয় ছক্কা মেরে যুবরাজের সাথে যৌথভাবে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন জাজাই।

  • লিও কার্টার (নিউজিল্যান্ড)

২০২০ সালে ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েন লিও কার্টার। তিনি এই রেকর্ড গড়েন নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশে।

লিও কার্টার এই রেকর্ড গড়েন কান্টাবুরির হয়ে নার্দার্ন ডিস্ট্রিক্টের বিপক্ষে। এই ওভারে দুর্ভাগা বোলার ছিলেন নিউজিল্যান্ডে সাবেক স্পিনার অ্যান্টন ডেভিচ।

  • কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)

তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকান তিনি। তিনি এই রেকর্ড গড়েন সাম্প্রতিক সময়ে শেষ হওয়া শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে।

এই সময়ে দূর্ভাগা বোলার ছিলেন অকিলা ধনাঞ্জয়া। তাঁর জন্য এটি ছিলো একটি মিশ্র অভিজ্ঞতা। কারণ এই ওভারের আগের ওভারেই তিনি হ্যাট্রিক করেছিলেন।

প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে হ্যাট্রিক এবং ছয় বলে ছক্কা খাবার এক মিশ্র অভিজ্ঞতা তৈরির এই রেকর্ড গড়েন তিনি।

  • থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)

প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকান থিসারা পেরেরা। এর কিছুদিন আগেই কাইরন পোলার্ডের কাছে ছয় বলে ছয় ছক্কার মার খান অকিলা ধনঞ্জয়া।

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে লিস্ট ‘এ’ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। থিসারা আর্মি স্পোর্টিং ক্লাবের হয়ে ব্লুমফিল্ড স্পোর্টিং অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...