আইপিএল মাতানো উইকেটরক্ষক

ধোনির দেশ ভারতেও কিন্তু জন্মেছে তিনি ছাড়াও আরো কিছু দুর্দান্ত উইকেটরক্ষক, নিয়মিতভাবেই ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়েছেন তাঁরা। এই আইপিএলেই আবার খেলেছে দেশি বিদেশি নামী সব উইকেটরক্ষক। তা এই আইপিএলে সবচেয়ে বেশি ডিসমিসাল কাদের? উইকেটরক্ষকদের মধ্যে সেরা কে?

ক্রিকেট ব্যাট আর বলের খেলা। তবে উইকেটের পেছনে দাঁড়ানো মানুষটা ক্রিকেট ম্যাচে রাখে অসামান্য অবদান। বলছিলাম উইকেটরক্ষকদের কথা। আর উইকেটরক্ষকদের কথা বলতে গেলে প্রথমেই আসবে মহেন্দ্র সিং ধোনির গল্প।

তবে, ধোনির দেশ ভারতেও কিন্তু জন্মেছে তিনি ছাড়াও আরো কিছু দুর্দান্ত উইকেটরক্ষক, নিয়মিতভাবেই ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়েছেন তাঁরা। এই আইপিএলেই আবার খেলেছে দেশি বিদেশি নামী সব উইকেটরক্ষক। তা এই আইপিএলে সবচেয়ে বেশি ডিসমিসাল কাদের? উইকেটরক্ষকদের মধ্যে সেরা কে?

  • ঋদ্ধিমান সাহা

বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান আইপিএলে খুব বেশি সুযোগ বাগাতে পেরেছেন এমন নয়। তবে উইকেটরক্ষকের ক্যারিশমা দেখিয়ে তিনি দীর্ঘদিনই ছিলেন ভারতের সাদা পোশাকের প্রথম পছন্দ।

নানা দল ঘুরে ঋদ্ধিমান আইপিএলে খেলেছেন মোট ১২৪ ম্যাচ, এই ২৪ ম্যাচে উইকেটের পেছনে দাড়িয়ে নিয়েছেন ৫৬ ক্যাচ আর করেছেন ২০ স্ট্যাম্পিং। ঋদ্ধিমানের ডিসমিসাল  তাই মোট ৭৬ টা!

  • পার্থিব প্যাটেল

ভারতের হয়ে পার্থিবের অভিষেক হয়েছিল খুব অল্প বয়সে। স্বভাবতই আইপিএলও তিনি খেলছেন খুব বেশি সময় ধরেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি শুরু থেকেই উইকেটরক্ষক হিসেবে প্রতম পছন্দের তালিকাতেই ছিলেন।

ছোটখাট গড়নের এই পার্থিব মোট ১৩৯ আইপিএল ম্যাচে ৬৫ ক্যাচ নেওয়ার পাশাপাশি করেছেন ১৬ স্ট্যাম্পিং। আইপিএলে পার্থিবের স্ট্যাম্পিং তাই ৮১ টা!

  • রবিন উথাপ্পা

রবিন উথাপ্পা অবশ্য ফুলটাইম উইকেটরক্ষক নন, মূলত তিনি একজন ব্যাটসম্যান যিনি উইকেটকিপিংটাও দুর্দান্ত করেন। ২০০৭ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও তিনি ছিলেন ব্যাটসম্যান হিসেবেই।

তবে আইপিএলে তিনি নানা সময়ে খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেই। রবিন উথাপ্পা আইপিএল ম্যাচ খেলেছেন ১৮৯ টা, আর উইকেটরক্ষক হিসেবে তিনি ডিসমিস করেছেন ৯০ টিতে- ৫৮ ক্যাচ আর ৩২ স্ট্যাম্পিং।

  • দীনেশ কার্তিক

দীনেশ কার্তিকের ভ্রমণটা আসলে বেশ রোমাঞ্চকর। ভারতীয় অনেক সমর্থকের মতে তিনি নাকি ‘বেটার দ্যান এমএসডি’। অনেকেই মনে করে থাকেন, সৌরভ গাঙ্গুলি সেদিন দীনেশকে নিলে চিত্রনাট্য অন্যরকমও হতে পারত।

তা যা হোক, আইপিএলে নিয়মিত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রতি আসরেই নিজের মুন্সিয়ানা দেখিয়ে চলেছেন। এখন অব্দি তিনি ১৯৬ আইপিএল ম্যাচ খেলেই সামিল হয়েছেন ১৪০ ডিসমিসালে। এই ১৪০ ডিসমিসালের মধ্যে আছে ১১০ টি ক্যাচ আর ১০ স্ট্যাম্পিং!

  • মহেন্দ্র সিং ধোনি

সবার উপরের নামটা যে মহেন্দ্র সিং ধোনিই হবে এতে অবাক হওয়ার কিছু নেই। ভারতীয় ক্রিকেটের বিশ্বজয়ী এই অধিনায়ক আইপিএলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেও নিজের ছাপ রেখে যাচ্ছেন স্বমহিমায়।

দূর্দান্ত রিফ্লেক্স আর প্রখর মনোযোগ মহেন্দ্র সিং ধোনিকে তুলে দিয়েছে সেরা উইকেটরক্ষকদের কাতারে। এখন অবধি আইপিএলের শুরুর আসর থেকে তিনি খেলেছে ২০৪ ম্যাচ। আর এই দুই শতাধিক ম্যাচেই ধোনি ৩৯ স্ট্যাম্পিং আর ১০৯ ক্যাচে সামিল হয়েছেন ১৪৮ ডিসমিসালে!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...