নিলাম বঞ্চিতদের সেরা একাদশ

বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরের নিলাম অনুষ্ঠিত হলো কয়েকদিন আগে। নিলাম নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো। যাদেরকে নিয়ে আগে থেকেই অনেক কথা হচ্ছিলো তাঁদের মধ্যে কেউ কেউ দল পেয়েছেন। আবার সবাইকে অবাক করে দিয়ে জল্পনা কল্পনা করা অনেক ক্রিকেটারকে দল ভেড়ায়নি ফ্রাঞ্চাইজি গুলো।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রায় সব ক্রিকেটারই চায় আইপিল খেলতে। কিন্তু আইপিএলে খেলার আগে তাদেরকে পাড়ি দিতে হয় নিলাম নামক অদৃশ্য লড়াই। যে লড়াই শেষ হবার পরই সুযোগ মিলে আইপিএলে খেলার।

এই  টি-টোয়েন্টি আসরের নিলাম অনুষ্ঠিত হলো কয়েকদিন আগে। নিলাম নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো। যাদেরকে নিয়ে আগে থেকেই অনেক কথা হচ্ছিলো তাঁদের মধ্যে কেউ কেউ দল পেয়েছেন। আবার সবাইকে অবাক করে দিয়ে জল্পনা কল্পনা করা অনেক ক্রিকেটারকে দল ভেড়ায়নি ফ্রাঞ্চাইজি গুলো।

আবার অনেক ক্রিকেটারই পেয়েছেন দল। যাদেরকে কোনো ধরনের ভবিষ্যতবানী করা হয় নাই।

আজকে আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাদেরকে নিয়ে গঠন করা হলো একটি একাদশ। যাদেরকে নিয়ে আইপিএল নিলামের আগে দল পাবেন বলে ভবিষ্যতবাণী করা হয়েছে।

  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – অধিনায়ক

আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদেরকে নিয়ে গঠন করা একাদশের ওপেনার এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যারন ফিঞ্চ। গত আইপিএলে  বলার মত কিছুই করতে পারেননি তিনি। এছাড়া আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজিতে দীর্ঘ সময় খেলতে পারেননি ফিঞ্চ। আন্তর্জাতিক ক্রিকেট এবং সর্বশেষ বিগব্যাশে যে রকম ফর্মে ছিলেন তাতে আইপিএলে দল না পাওয়া টা একটা দূর্ঘটনা হিসেবেই বিবেচনা করা যায়।

  • জেসন রয় (ইংল্যান্ড)

এই দলে অ্যারন ফিঞ্চের সঙ্গী হিসেবে ওপেনিং এ নামবেন জেসন রয়। গত আইপিএলে দল পেয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি এবং ব্যক্তিগত সমস্যার কারণে এবারের আইপিএলে খেলতে পারেননি। এবার মোটামুটি সবাই ধারণা করেছিলেন আইপিএলে দল পাবেন জেসন রয়। কিন্তু কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায় নি।

  • মারনাস লাবুশেন (অস্ট্রেলিয়া)

ক্রিকেট দুনিয়ার নতুন মিঃ ক্রিকেট হলেন মারনাস লাবুশেন। বেশ কয়েকমাস থেকে দূর্দান্ত ফর্মে আছেন তিনি। সবার ধারণা ছিলো এবারের আইপিএলে দল পাবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এইবারের আইপিএলের নিলামে কোনো দলই আগ্রহ দেখায় নি তার প্রতি।

  • হানুমা বিহারী (ভারত)

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরি নিয়ে টেস্ট বাঁচানো লড়াই করেছেন হানুমা বিহারী। এছাড়াও ঘরোয়া ক্রিকেটেও দূর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এইবার নিয়ে টানা দুই আইপিএল মৌসুম দলহীন থাকলেন হানুমা বিহারী। তাকে এবারের আইপিএলে সবচেয়ে দূর্ভাগা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা যায়।

  • কেদার দেবধর (ভারত): উইকেটরক্ষক

এই একাদশে উইকেটের পিছনের দায়িত্ব সামলাবেন কেদার দেবধর। আইপিএলে মোহাম্মদ আজাহারউদ্দিন, বিষ্ণু বিনোদের মত উইকেট রক্ষক ব্যাটসম্যানরা দল পেয়েছেন। কিন্তু দল পাননি কেদার দেবধর। সম্ভবত কোনো ফ্রাঞ্চাইজিকে আর্কষণ করতে পারেননি তিনি।

  • বাবা অপরাজিত (ভারত)

২৯২ জন ক্রিকেটারকে নিয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এই নিলামে নামই উঠেনি বাবা অপরাজিত। ঘরোয়া সার্কিটে অন্যতম সেরা অলরাউন্ডার বাবা অপরাজিত। কিন্তু এই তামিল অলরাউন্ডার দল পাননি। এই তামিল অলরাউন্ডার দল না পাওয়াইয় বেশ অবাকই হয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধা।

  • সন্দ্বীপ লামিচানে (নেপাল)

এই নেপালি লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন লিগে নিয়মিত খেলে বেড়ান। কিন্তু এই ক্রিকেটারকে কোনো ফ্রাঞ্চাইজি এবার দলে ভেড়ায়নি। এই দলের স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন সন্দ্বীপ লামিচানে।

  • তুষার দেশপান্ডে (ভারত)

ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম নিয়মিত পারফর্মার তুষার দেশপান্ডে। আগের মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে বেশ নিয়মিতই পারফর্ম করেছেন তিনি। কিন্তু আইপিএলে কোনো দলের নজর কাড়তে সক্ষম হননি তিনি।

  • অঙ্কিত রাজপুত (ভারত)

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন এমন পেসাদের মধ্যে অন্যতম হলেন অঙ্কিত রাজপুত।  তিনি গত মৌসুমে খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। কিন্তু এই মৌসুমে কোনো ফ্রাঞ্চাইজিই দলে ভেড়ায়নি তাকে।

  • জি পেরিয়াস্বামী (ভারত)

কখনই আইপিএল খেলা হয়নি তার। ঘরোয়া ক্রিকেটে মোটামুটি নিয়মিত মুখ তিনি। কিন্তু এখনো কোনো আইপিএল ফ্রাঞ্চাইজি দলের নজর কাড়তে সক্ষম হননি তিনি।

  • মুশফিকুর রহিম (বাংলাদেশ): দ্বাদশ ব্যক্তি

বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান তিনি। অথচ, উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বরাবরের মত এবারও নিলামে অবিক্রিত থেকেছেন। নিলামের শেষ মুহূর্তে তাঁর অন্তর্ভূক্তি হয়েছিল, তাই আশাটা বেশি ছিল। তবে, এবারো দুর্ভাগ্যই সঙ্গী হয়েছে তাঁর।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...