করোনায় আক্রান্ত গামিনি ডি সিলভা

মুলত ছুটি কাটাতে নিজ দেশ শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিসিবির এই প্রধান কিউরেটর। করোনার এমন পরিস্তিতিতে এক দেশ থেকে অন্য দেশে যেতে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয় সবার। দেশে যাওয়ার জন্যই করোনা টেস্ট করে পজেটিভ হয়েছেন গামিনি ডি সিলভা।

দেশে শুরু হয়েছে করোনা ভাইরাস দ্বিতীয় ধাপ। প্রতি দিনই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। করোনার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২ তম আসর চলার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েক জন ক্রিকেটার। শেষ পর্যন্ত করোনার কারণে দুই রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল।

ক্রিকেটারদের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। গামিনির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মুলত ছুটি কাটাতে নিজ দেশ শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিসিবির এই প্রধান কিউরেটর। করোনার এমন পরিস্তিতিতে এক দেশ থেকে অন্য দেশে যেতে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয় সবার। দেশে যাওয়ার জন্যই করোনা টেস্ট করে পজেটিভ হয়েছেন গামিনি ডি সিলভা।

করোনায় আক্রান্ত হওয়ার পর নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে গামিনিকে। দুই সপ্তাহ চিকিৎসা ও বিশ্রাম শেষে আবারো করোনা টেস্ট করা হবে তাঁর। দ্বিতীয় দফার করোনা টেস্টে নেগেটিভ আসলে তবেই নিজ দেশে যেতে পারবেন এই কিউরেটর।

এর আগে গত মাসের প্রথম সপ্তাহে এক বার করোনা পজেটিভ হয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক। এরপর করোনা নেগেটিভ হয়ে এনসিএলের প্রথম রাউন্ড খেললেও দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে আবার করোনায় আক্রান্ত হন এই ব্যাটসম্যান।

এছাড়া করোনা পজেটিভ হয়েছিলেন সাদমান ইসলাম অনিক। সাদমান এনসিএলের এক রাউন্ডও খেলতে পারেননি। এনসিএলের প্রথম রাউন্ড খেললেও করোনা পজেটিভ হওয়ার কারণে দ্বিতীয় রাউন্ড খেলতে পারেননি এবাদত হোসেন। প্রথম রাউন্ডের তৃতীয় দিনে করোনা পজেটিভ হয়ে মাঠ ছাড়েন এই পেসার।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও করোনা পজেটিভ হয়ে খেলতে পারেননি এনসিএলের দ্বিতীয় রাউন্ড।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলির সাথে এনসিএলের দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রংপুর বিভাগের বেশ কয়েকজন ক্রিকেটার।

বাংলাদেশ ইমার্জিং দলের সাথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় করোনা পজেটিভ হয়েছিলেন আয়ারল্যান্ড উলভসের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস। এই আইরিশ ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার সাথে সাথেই ম্যাচ স্থগিত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...