ফর্মের কারণেই দলে শুভাগত

মূলত নেট বোলারের চাহিদা পূরণ ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্যই বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন যারা তাদের ভবিষ্যৎ ভাবনায় রয়েছে তাঁরাই স্কোয়াডে ডাক পেয়েছেন। নান্নু মনে করেন এদের সবারই এক সময় টেস্ট খেলার সম্ভবনা রয়েছে।

বিশাল আয়তনের বাংলাদেশ দলে চমক হয়ে এসেছেন শুভাগত হোম। তার দলে আসার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সাম্প্রতিক ফর্মের কারণেই জায়গা পেয়েছেন শুভাগত।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে চার স্পিনারের সাথে জায়গা পেয়েছেন ছয় পেসার। অভিজ্ঞ আবু জায়েদ চৌধুরি রাহি, এবাদত হোসেন ও খালেদ আহমেদের সাথে স্কোয়াডে রয়েছেন তরুণ তিন পেসার শহিদুল ইসলাম, মকিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে শ্রীলঙ্কাতেও। শ্রীলঙ্কাতেও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এমন পরিস্তিতিতে কোভিড প্রটোকলের নিয়ম কঠিন করে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল দেবে না শ্রীলঙ্কা। এমনকি নেট বোলারও দেওয়া হবে না বাংলাদেশকে।

মূলত নেট বোলারের চাহিদা পূরণ ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্যই বিশাল বহর নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন যারা তাদের ভবিষ্যৎ ভাবনায় রয়েছে তাঁরাই স্কোয়াডে ডাক পেয়েছেন। নান্নু মনে করেন এদের সবারই এক সময় টেস্ট খেলার সম্ভবনা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় প্রাথমিক দল নিয়ে যাওয়ার সিদ্বান্ত নিয়েছি। কারণ এটি আমাদের প্রস্তুতি সাহায্য করবে এবং কিছু খেলোয়াড়কে পরিণত করবে যারা টেস্টের জন্য আমাদের ভাবনায় রয়েছে। আমাদের প্রাথমিক দল প্রস্তুতি ম্যাচ খেলা শেষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।’

নান্নু আরো বলেন, ‘তাঁরা (শহিদুল, মকিদুল, শরিফুল) আমাদের হাই পারফরম্যান্স দলের (এইচপি) সেটাপে আছে এবং যে সংস্করণেই খেলেছে সেখানেই ভালো করেছে। বিশেষ করে মুকিদুল ও শহিদুল এই মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নজর কেড়েছে এবং ভবিষ্যতে টেস্ট খেলার সম্ভবনা রয়েছে। সবারই বয়স রয়েছে এবং তারা প্রতিভাবান।’

এছাড়া দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরেছেন শুভাগত হোম। এই অলরাউন্ডার সর্বশেষ টেস্ট খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও সুযোগ পাননি শুভাগত।

স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের ২২ তম আসরের দ্বিতীয় রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে ব্যাট হাতে ১১৪ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট। প্রধান নির্বাচক জানিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার হিসাবে দলে নেওয়া হয়েছে শুভাগত হোমকে।

নান্নু বলেন, ‘শুভাগত অনেক দিন পর আবার ফিরে এসেছে তবে সে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার ছিলো। আমরা তাকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করেছি। তবে তাঁর অফ ব্রেক বোলিংও বেশ কার্যকর যা আমাদের স্পিন বিভাগে একটি বিকল্প এনে দিয়েছে।’

আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাওয়ার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ শেষে ২১ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের প্রাথমিক দল: মমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, তামিম ইকবাল, আবু জায়েদ চৌধুরি রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...