টি-টোয়েন্টির উদ্বোধনী ঝড়

দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারানোর সম্ভাবনাও থাকে বেশি৷ যার কারণে বড় বড় জুটি এই ফরম্যাটে খুব কমই দেখা যায়। আর ওপেনিংয়ে তো সেটা আরো বেশি কঠিন। তবে সব বাধা টপকে টি-টোয়েন্টিতেও কয়েকটি জুটি আছেন যারা এই ফরম্যাটে একাধিকবার সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছেন, সেটাও আবার ওপেনিংয়ে নেমে!

টি-টোয়েন্টি ক্রিকেট মানে মাত্র ১২০ বলের খেলা। মানে, যা করার এই অল্প কয়েকটা বলেই করে ফেলতে হবে। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যক্তিগত সংগ্রহ ফিফটি খুব সহজে করা গেলে সেঞ্চুরির জন্য খেলতে হয় বিধ্বংসী ইনিংস৷ জুটি গড়ার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য।

দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারানোর সম্ভাবনাও থাকে বেশি৷ যার কারণে বড় বড় জুটি এই ফরম্যাটে খুব কমই দেখা যায়। আর ওপেনিংয়ে তো সেটা আরো বেশি কঠিন। তবে সব বাধা টপকে টি-টোয়েন্টিতেও কয়েকটি জুটি আছেন যারা এই ফরম্যাটে একাধিকবার সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছেন, সেটাও আবার ওপেনিংয়ে নেমে! চলুন দেখে নেই কারা আছেন এই তালিকায়।

  • এভিন লুইস ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) – ২ 

ক্যারিবিয়ান দুই ওপেনার এভিন লুইস এবং লেন্ডল সিমন্সের টি-টোয়েন্টিতে জোড়া সেঞ্চুরির জুটি আছে। দুইজনই সবসময়ই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে খেলে থাকেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের এই বিশ্ব চ্যাম্পিয়নরা বরাবরই টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। লুইসের টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরির ইনিংস আছে! অপর দিকে, সিমন্সের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর ৯১।

  • মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন (নিউজিল্যান্ড) – ২

মার্টিন গাপটিল নিউজিল্যান্ড ক্রিকেটে বর্তমানে সবচেয়ে অভিজ্ঞদের একজন। অপরদিকে ফিন অ্যালেন কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। খুব বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ইতিমধ্যেই গাপটিলের সাথে দুইবার টি-টোয়েন্টিতে সেঞ্চুরির জুটি গড়েছেন তিনি৷

২০২১ সালের আইপিএল আসরে অ্যালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলার সুযোগ পান। তবে আইপিএল স্থগিত হবার আগ পর্যন্ত কোনো ম্যাচে তিনি সুযোগ পাননি। অপরদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা পাঁচজনের একজন মার্টিন গাপটিল।

  • ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) – ২

দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ওপেনিংয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির জুটির তালিকায় তিনে আছেন। ওপেনিংয়ে দু’জনে মিলে গড়েছেন দুইবার সেঞ্চুরির জুটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় আছেন দুইজনই। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের আছে এক সেঞ্চুরি এবং ফিঞ্চের আছে দুইটি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের মালিকও অ্যারন ফিঞ্চ।

  • বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান) – ২

দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার সেঞ্চুরির জুটি গড়েছেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম টি-টোয়েন্টিতেই মোহাম্মদ রিজওয়ান তার মেইডেন সেঞ্চুরির দেখা পান। একই সফরে বাবর আজমও সেঞ্চুরির দেখা পান! সেই সিরিজে টি-টোয়েন্টিতে ৩-১ ও জয়লাভ করে পাকিস্তান।

  • রোহিত শর্মা ও লোকেশ রাহুল (ভারত) – ৬

টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ সেঞ্চুরি জুটির তালিকায় সবার উপরে আছেন লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। দুইজনে মিলে টি-টোয়েন্টিতে ছয়বার গড়েছেন সেঞ্চুরির জুটি। টি-টোয়েন্টিতে লোকেশ রাহুলের সেঞ্চুরির সংখ্যা দুই! অপরদিকে, রোহিত শর্মা করেছেন চারটি সেঞ্চুরি।

দুই জনে মিলে ওপেনিংয়ে গড়েছেন এক হাজার রানের বেশি জুটি! আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুইজনকে ভারতের ওপেনিংয়ে দেখা যেতে পারে। যদিও এই তালিকায় আছেন শিখর ধাওয়ানও!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...