শিখরে যাওয়ার রথে অশ্বিন!

অশ্বিন কিন্তু ইতোমধ্যে ভারতের গ্রেট অনেক বোলারকে টপকে গেছেন। সাদা পোশাকটা তিনি এমনিতেই বেশ পছন্দ করেন, ঘরের মাঠে খেলা হলে অশ্বিনের পছন্দ পাল্টে যায় আক্রমণে। সেই আক্রমণ দিয়েই তিনি পেছনে ফেলেছেন হরভজন সিং, কপিল দেবের মত গ্রেটকে। তবে অশ্বিন যে গতিতে এগিয়ে যাচ্ছেন, সাদা পোশাকে ঘরের মাঠে যেভাবে পারফর্ম করছেন তাতে আমাদের তোলা ‘ঘরের মাঠে অশ্বিন কি ভারতের সর্বকালের সেরা বোলার?’ প্রশ্নের উত্তর খুব সম্ভবত অশ্বিনের ক্যারিয়ার শেষে একটাই হবে - হ্যাঁ! এটাও আবার কোনো জটিল প্রশ্ন হল!

চেন্নাইয়ে ব্যাটে-বলে রবীচন্দ্রন অশ্বিনকে দেখা গেছে পুরোদস্তুর এক অলরাউন্ডার হিসেবে। ম্যাচে আট উইকেট তো নিয়েছেনই, সাথে ব্যাট হাতে করেছেন ১৪৮ বলে ১০৬ রানের এক কার্যকরী ইনিংস। ভারত ম্যাচটা জিতে নিয়েছে প্রথম টেস্টে হারের পর, অশ্বিনও ঝুলিতে পুরেছেন ম্যাচ সেরার পুরস্কার।

এখন, এটা একেবারেই নি:সন্দেহ যে ভারতের হয়ে অশ্বিন একজন ম্যাচ-উইনিং অলরাউন্ডার। সাদা পোশাকে ব্যাট হাতে ২৮.২৪ গড়ে ২৬২৬ রান, বল হাতে ৩৯৪ টেস্ট উইকেট সেরকমই সাক্ষ্য দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাদা পোশাকে ঘরের মাটিতে অশ্বিন কি সর্বকালের সেরা বোলার?

  • ঘরের মাঠে

ঘরের মাঠে ভারতের হয়ে সেরা উইকেট-সংগ্রাহকদের পাঁচজন হলেন অনিল কুম্বলে (৩৫০ উইকেট), রবীচন্দ্রন অশ্বিন (২৭১ উইকেট), হরভজন সিং (২৬৫ উইকেট), কপিল দেব (২১৯ উইকেট), রবীন্দ্র জাদেজা (১৫৭ উইকেট)।

চূড়ায় থাকা অনিল কুম্বলের চাইতে রবীচন্দ্রন অশ্বিনের উইকেট ৭৯ টা কম থাকলেও অশ্বিন কিন্তু কুম্বলের চাইতে ম্যাচ খেলেছেন ১৮ টা কম । ম্যাচ খেলার হিসাবে অবশ্য অশ্বিন (৪৫ টা) হরভজন সিং (৫৫টি) এর চাইতে ১০ টা আর কপিল দেব (৬৫ টা) এর চাইতে ২০ টা ম্যাচ কম খেলেছেন। কিন্তু এত ম্যাচ কম খেলেও তিনি ঘরের মাঠে চূড়ার ঠিক দ্বিতীয় অবস্থানেই আছেন।

কিন্তু যদি আপনি ‘স্ট্রাইক রেট’ আমলে নেন, তাহলে অশ্বিনের ধারে কাছে কেউ নেই। উপরের পাঁচজনের বোলিং স্ট্রাইক রেট হল, অনিল কুম্বলে- ৫৯.৪, রবীচন্দ্রন অশ্বিন-৪৮.৮, হরভজন সিং- ৬৪.১, কপিল দেব- ৫৫.৭, রবীন্দ্র জাদেজা- ৫৬.১।

তার অর্থ একটা উইকেট পেতে অশ্বিনের চেয়ে কম বল তালিকার সেরা পাঁচের আর কেউ করেনি! আর এছাড়াও ৫০ এর নিচে স্ট্রাইক রেটও অশ্বিন ছাড়া আর কারো নেই।

এখন যদি আমরা পাঁচ উইকেট আর দশ উইকেটের মাইলফলকের দিকে তাকাই সেখানে খুব অনুমিতভাবেই ২৫ টা পাঁচ-উইকেট/ইনিংস আর সাতটা দশ উইকেট/ম্যাচ নিয়ে প্রথম নামটাই অনিল কুম্বলে। তালিকার দ্বিতীয় নাম রবীচন্দ্রন অশ্বিন- পাঁচ উইকেট/ ইনিংস ২৩ টা আর দশ উইকেট/ম্যাচ ৬ টা!

তালিকার দ্বিতীয়তে থাকলেও অশ্বিনের কার্যকরীতা কিন্তু অন্য জায়গাতে আর সেটাই এই প্রশ্নটার মূল কারণ যে অশ্বিনই ঘরের মাঠে ভারতের সর্বকালের সেরা বোলার কিনা।

প্রতি পাঁচ উইকেটের মাইলফলক ছুঁতে কুম্বলের যেখানে লেগেছে ৪.৬০ ইনিংস, অশ্বিনের সেটা ৩.৭৮ ইনিংস।

(তালিকার বাকিদেরটাও তুলে দেওয়া হল এখানে, হরভজন সিং- ৫.৭২ ইনিংস, কপিল দেব- ১০.৮২ ইনিংস, রবীন্দ্র জাদেজা- ৯.২৯ ইনিংস)

ম্যাচে দশ উইকেটের মাইলফলক ছুঁতেও কিন্তু অশ্বিন তার ম্যাচের কিপটেমি বজায় রেখেছেন বেশ ভালভাবে। অনিল কুম্বলে যেখানে প্রতি ৯ ম্যাচের একটা ম্যাচে দশ উইকেট নিয়েছেন অশ্বিনের ক্ষেত্রে সেটা ৭.৫ ম্যাচ।

(তালিকার বাকিদের পরিসংখ্যান হল হরভজন সিং- ১৩.৭৫ ম্যাচ, কপিল দেব-৩২.৫ ম্যাচ, রবীন্দ্র জাদেজা- ৩৩ ম্যাচ)

  • ইমপ্যাক্ট

ম্যাচে তো পারফর্ম করাই বড় কথা নয়, সেই ম্যাচটা দলকে জেতালে তারপরই না সেই পারফরম্যান্সটা একটা বিশেষ গুরুত্ব পায়। ভারত ঘরের মাঠে জিতেছে বা ড্র করেছে এমন টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (৫১ ম্যাচে ৩০১ উইকেট)। তালিকার পরের বোলাররা হলেন- রবীচন্দ্রন অশ্বিন (৪১ ম্যাচে ২৪৮ উইকেট), হরভজন সিং (৪৬ ম্যাচে ২৭৭ উইকেট), কপিল দেব (৫৬ ম্যাচে ১৮৫ উইকেট) আর রবীন্দ্র জাদেজা (৩২ ম্যাচে ১৫২ উইকেট)।

তবে জয়ী/ড্র ম্যাচে পাঁচ উইকেট/ইনিংসের রেকর্ডে অশ্বিন আর কুম্বলে কিন্তু একেবারে সমানে সমান (২২ টি)। দশ উইকেটের মাইলফলে অবশ্য অশ্বিন একটা কমে আছেন- কুম্বলের ৭ টি, অশ্বিনের ৬ টি।

এখান অশ্বিন তো কুম্বলের চাইতে এখানেও ম্যাচ খেলেছেন ১০ টা কম, আর ১০ টা কম ম্যাচ খেলেই অশ্বিনের স্ট্রাইক রেট(৪৭.৫) কুম্বলের চাইতে নিচে (৫৬.২) ।

আর অশ্বিনের সামনে পড়ে থাকা সময়ই কিন্তু আবারও একটা প্রশ্ন  উস্কে দিচ্ছে- ভারতের মাটিতে সর্বকালের সেরা বোলার কি অশ্বিন হতে পারেন না?

  • শেষকথা

অশ্বিন কিন্তু ইতোমধ্যে ভারতের গ্রেট অনেক বোলারকে টপকে গেছেন। সাদা পোশাকটা তিনি এমনিতেই বেশ পছন্দ করেন, ঘরের মাঠে খেলা হলে অশ্বিনের পছন্দ পাল্টে যায় আক্রমণে। সেই আক্রমণ দিয়েই তিনি পেছনে ফেলেছেন হরভজন সিং, কপিল দেবের মত গ্রেটকে। তবে অশ্বিন যে গতিতে এগিয়ে যাচ্ছেন, সাদা পোশাকে ঘরের মাঠে যেভাবে পারফর্ম করছেন তাতে আমাদের তোলা ‘ঘরের মাঠে অশ্বিন কি ভারতের সর্বকালের সেরা বোলার?’ প্রশ্নের উত্তর খুব সম্ভবত অশ্বিনের ক্যারিয়ার শেষে একটাই হবে – হ্যাঁ! এটাও আবার কোনো জটিল প্রশ্ন হল!

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...