ভারতের লিজেন্ডস ক্রিকেটে জাভেদ-রফিকরা

অবশ্যই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। পাইলট বলেন, রফিক ভাই বলেন, বা আমার জন্য নয়। আমরা বাংলাদেশকে প্রেজেন্টস করতে যাচ্ছি। এটা অনেকটাই দেশের পতাকা বহন করার মতো। বিষয়টা অনেক মজার। এছাড়া অনেক গ্রেট ক্রিকেটারদের সাথে খেলবো।

সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতে গত বছরের মার্চে শুরু হয়েছিলো রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কিন্তু মাত্র ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর করোনার কারণে স্থগিত হয় যায় টুর্নামেন্টটি। আগামী মাসে ভারতে মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো।

কিন্তু টুর্নামেন্টের বাকি অংশে করোনা বিষয়ক বিধির কারণে খেলতে পারছে না অস্ট্রেলিয়া লিজেন্ডস। তাই তাদের পরিবর্তে টুর্নামেন্টে যুক্ত হচ্ছে বাংলাদেশ লিজেন্ডস। বাংলাদেশ লিজেন্ডসের হয়ে খেলতে যাবেন জাবেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মাদ রফিকের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা।

এরকম একটা টুর্নামেন্টে সুযোগ পেয়ে খেলা ৭১ এর কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাবেদ ওমর বেলিম। বেলিম জানিয়েছেন দেশকে প্রেজেন্টস করতেই যাচ্ছেন তাঁরা।

তিনি বলেন, ‘অবশ্যই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। পাইলট বলেন, রফিক ভাই বলেন, বা আমার জন্য নয়। আমরা বাংলাদেশকে প্রেজেন্টস করতে যাচ্ছি। এটা অনেকটাই দেশের পতাকা বহন করার মতো। বিষয়টা অনেক মজার। এছাড়া অনেক গ্রেট ক্রিকেটারদের সাথে খেলবো। আগে তাদের সাথে খেলতে লজ্জা পেতাম। এখন আর এরকম হবে না। কেউ সিরিয়াস ভাবে খেলবে না।’

টুর্নামেন্ট নিয়ে কোন লক্ষ্য স্থির করেননি জাবেদ ওমর বেলিম। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার একমাত্র লক্ষ্য নিয়েই ভারতে যাবেন তাঁরা। তবে বেলিম জানিয়েছেন ভালো খেলতে পারলে ভালো লাগবে সবার। সেই ভালো খেলাটাও নির্ভর করছে প্রতিপক্ষের ক্রিকেটারদের ফিটনেসের উপর।

সাবেক এই ওপেনার বলেন, ‘কোন লক্ষ্য নেই। একমাত্র লক্ষ্য দেশকে রিপ্রেজেন্ট করা। আর ভালো খেলতে পারলে ভালো লাগবে। সাবেক ক্রিকেটাররা আছে। এখনো জানিনা কার ফিটনেস কেমন আছে। সিরিয়াস ফিটনেস থাকলে একটু কঠিন হবে। আর মোটামুটি ফিটনেস থাকলে সহজ হবে। তবে আমরা চেস্টা করবো ভালো খেলার। এখনো তো লিজেন্ড’স চ্যাম্পিয়ন্স ট্রফিতে চেস্টা করে যাচ্ছি বেটার কিছু করার।’

টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রায়পুরের বিশিষ্ট শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই আয়োজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। আর কমিশনার হিসেবে রয়েছেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।

আগামী ২ মার্চ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস ও ভারত লিজেন্ডসের ম্যাচ দিয়ে শুরু হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টের স্থগিত হওয়া অংশ। ২১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টের প্রথম আসর।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...