‘খেলতে পারলে ভাল লাগতো’

সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই পৃথিবীর আলো দেখবে সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির তৃতীয় সন্তান। এরকম সময়ে স্বাভাবিক ভাবেই স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজকে সরিয়ে নিয়েছেন সাকিব। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। থাকবেন না শ্রীলঙ্কা সফরেও, তবে সেটা আইপিএলের জন্য।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে মা শিরিন আক্তারকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়ে এই অলরাউন্ডার বলেছেন দেশের হয়ে খেলা মিস করবেন তিনি।

সাকিবের দেশ ছাড়ার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। তবে সাকিব আবার দেশে ফিরবেন কবে এই বিষয়ে কিছু জানা যায়নি। রাতে সোয়া তিনটায় সাকিবের বিমান দেশ ছেড়ে যায়।

সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই পৃথিবীর আলো দেখবে সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির তৃতীয় সন্তান। এরকম সময়ে স্বাভাবিক ভাবেই স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজকে সরিয়ে নিয়েছেন সাকিব। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। থাকবেন না শ্রীলঙ্কা সফরেও, তবে সেটা আইপিএলের জন্য।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রিয় প্রতিপক্ষের তালিকায় উপরের দিকেই থাকবে নিউজিল্যান্ডের নাম। নিউজিল্যান্ডকে পেলেই যেনো ব্যাটে বলে জ্বলে ওঠেন সাকিব। সাকিবের টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ও সেরা ইনিংস নিউজিল্যান্ডের বিপক্ষেই। ওয়ানডেতেও কিউইদের বিপক্ষে ম্যাচ জেতানো দুটি সেঞ্চুরি রয়েছে সাকিবের।

সর্বশেষ সফরে নিউজিল্যান্ডের মাটিতেই ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি করেছেন সাকিব। তাই সাকিব জানিয়েছেন নিউজিল্যান্ডে যেতে পারলে ভালো লাগতো তাঁর। দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে সাকিব বলেন, ‘অবশ্যই মিস করব। খেলতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’

জানিয়ে রাখা ভাল, এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সেখানেও থাকবেন না সাকিব। কারণ, ওই সময়ই চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএল খেলতে এরই মধ্যে বিসিবির কাছ থেকে ছুটির আবেদন করেন সাকিব। বিসিবি সেই ছুটির আবেদন মঞ্জুর করেছে।

  • নিউজিল্যান্ড সিরিজে বাংলদেশ দল

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেত, মোহাম্মদ আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

উল্লেখ্য, আগামীকাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর কুইন্সটাউনে পাঁচ দিনের ট্রেনিং ক্যাম্প করবে সফরকারীরা। ২০ মার্চ থেকে শুরু হবে সিরিজ।

  • ওয়ানডে সিরিজের সূচি

২০ মার্চ: প্রথম ওয়ানডে – ডানেডিন

২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে – ক্রাইস্টচার্চ

২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে – ওয়েলিংটন

  • টি-টোয়েন্টি সিরিজের সূচি

২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি – নেপিয়ার

৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি – অকল্যান্ড

০১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি – হ্যামিল্টন

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...