একাদশে পরিবর্তনের আভাস দিলেন তামিম

দুই ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওয়ানডে লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের লক্ষ্য তাই শেষ ম্যাচ থেকেও ১০ পয়েন্ট অর্জন করা। তাই সিরিজ জয় নিশ্চিত হলেও সফরকারীদের ছাড় দিতে নারাজ তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট কুড়িয়ে নেওয়া। প্রথম দুই ম্যাচে একই একাদশ নিয়ে খেললেও অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন শেষ ম্যাচে আসতে পারে পরিবর্তন।

২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে ওয়ানডে সুপার লিগে শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে না পারলে বাংলাদেশকেও খেলতে হবে বাছাইপর্ব। তবে দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও ওয়ানডে সুপার লিগে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওয়ানডে লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের লক্ষ্য তাই শেষ ম্যাচ থেকেও ১০ পয়েন্ট অর্জন করা। তাই সিরিজ জয় নিশ্চিত হলেও সফরকারীদের ছাড় দিতে নারাজ তামিম। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে সিরিজ জিতলেও আরও ১০ পয়েন্ট অর্জনের সুযোগ আছে। উন্নতির অনেক জায়গা আছে। সব ক্ষেত্রে ভালো করা খুব কম সময়ই ঘটে।’

সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমেও জয়ের জন্য দীর্ঘ সময় ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। তাই ব্যাটসম্যানদের কাছে থেকে আরো দায়িত্বশীল আচরণ কামনা করছেন তামিম। বাংলাদেশের অধিনায়ক মনে করেন সিরিজ জয় নিশ্চিত হলেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতির সুযোগ আছে বাংলাদেশ দলের।

তামিম বলেন, ‘তিন বিভাগেই আমাদের উন্নতির সুযোগ আছে। আমরা আরও ভালো বল করতে পারি, আরও ভালো ফিল্ডিং করতে পারি। ব্যাট হাতে অনেকে ভালো শুরু করেও শেষ করে আসতে পারছে না। এসব জায়গা নিয়ে কাজ করতে হবে। এখন ওয়ানডেতেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে। কোয়ালিফাই করতে হলে উন্নতির তাই কোনো বিকল্প নেই। আপনাকে ঘরের বাইরেও খেলতে হবে। ভিন্ন কন্ডিশনে ভালো করা সবসময়ই কঠিন।’

সিরিজের দুটি ম্যাচেই সহজে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশি স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে মাত্র ১২২ রান করে ৬ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে ১৪৮ রান করে সফরকারীরা হেরেছে ৭ উইকেটে। তবে তামিম জানিয়েছেন যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে ক্যারিবিয়ানরা। তাই একাদশে পরিবর্তন করলেও সাবধান থাকবে স্বাগতিকরা।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এত ভালো করতে পারেনি। তবে তারা ভয়ংকর দল, যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। যে-ই একাদশে আসুক, তারা সবাই ম্যাচ উইনার। অতীতে যখনই খেলেছে ভালো খেলেছে। ড্রেসিংরুমের সবাই সাফল্যের জন্য অনেক ক্ষুধার্ত। মাঠে সবাই ভালো করতে চায়।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...