আইপিএলের শুরু ‘মিস’ যাদের

আট দলের অংশগ্রহণে আইপিএল শুরু হলেও প্রথম দিকে খেলতে পারবেন না বেশ কিছু খেলোয়াড়। জাতীয় দলের খেলা থাকায় ফ্র‍্যাঞ্চাইজির সাথে কিছুটা দেরিতে যুক্ত হওয়ায় কোয়ারেন্টাইন ইস্যুতে আটকা পড়েছেন অনেকে! কমপক্ষে সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্যই। অপরদিকে, করোনা পজিটিভ হওয়ায় বেশ কিছু খেলোয়াড় আছেন আইসোলেশনে। সব মিলিয়ে এবারের আসরের আইপিএলে শুরুর দিকে খেলা মিস করবেন বেশ কিছু খেলোয়াড়!

চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। অপেক্ষা আর মাত্র একদিনের। শুক্রবার পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের।

আট দলের অংশগ্রহণে আইপিএল শুরু হলেও প্রথম দিকে খেলতে পারবেন না বেশ কিছু খেলোয়াড়। জাতীয় দলের খেলা থাকায় ফ্র‍্যাঞ্চাইজির সাথে কিছুটা দেরিতে যুক্ত হওয়ায় কোয়ারেন্টাইন ইস্যুতে আটকা পড়েছেন অনেকে! কমপক্ষে সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্যই। অপরদিকে, করোনা পজিটিভ হওয়ায় বেশ কিছু খেলোয়াড় আছেন আইসোলেশনে। সব মিলিয়ে এবারের আসরের আইপিএলে শুরুর দিকে খেলা মিস করবেন বেশ কিছু খেলোয়াড়!

  • দিল্লি ক্যাপিটালস

পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় একটু দেরীতেই দলের সাথে যোগ দিয়েছেন দুই প্রোটিয়া পেসার এনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা। সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কারণে আগামী ১০ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ মিস করবেন এই দুই তারকা পেসার! গেলো আসরে এই দু’জনে মিলে শিকার করেছিলেন ৫২ উইকেট! সম্ভাব্য ১৫ এপ্রিল রাজস্থানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবেন তারা।

দিল্লীর অলরাউন্ডার অক্ষর প্যাটেল কিছুদিন আগেই করোনা পজিটিভ হয়েছেন। ১০ এপ্রিলের মধ্যে দুইবার করোনা নেগেটিভ রেজাল্ট না আসলে তিনিও মিস করবেন চেন্নাইয়ের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ।

যেহেতু তাদের দুই মূল অস্ত্র রাবাদা ও নরকিয়া নিশ্চিত থাকছেন না সেহেতু, রবিচন্দ্রন অশ্বিনের সাথে খেলতে পারেন উমেশ যাদব, ইশান্ত শর্মা, ক্রিস ওকস এবং টম কারানের মধ্যে থেকে যেকোনো তিনজন!

যদি শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলও না খেলতে পারেন তাহলে অশ্বিনকে তারা সাতে এবং টম কারানকে আটে খেলাতে পারে। দুই পেসারের সাথে সেক্ষেত্রে দলে রাখতে পারেন অমিত মিশ্রকেও।

  • রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

বিয়ের কারণে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে থাকবেন না লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ আশা করছেন রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাঁদের দ্বিতীয় ম্যাচে (১২ এপ্রিল) জাম্পাকে পাওয়া যাবে।

বাংলাদেশের বিপক্ষে সদ্য ২৯ বলে ৭১ রানের দূর্দান্ত ইনিংস খেলা কিউই ওপেনার ফিন এলেনও মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচ মিস করতে পারেন! সাত দিনের কোয়ারেন্টাইন ইস্যুর কারণে প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না ফিন।

ফিন অ্যালেন ও অ্যাডাম জাম্পা না থাকায় ব্যাঙ্গালুরুর দল গঠনে তেমন সমস্যা হবে না। সদ্য করোনা থেকে মুক্তি পেয়ে দলের সাথে যোগ দিয়েছেন ওপেনার দেবদূত পাদ্দিকাল। সম্ভাব্য বিরাট কোহলির সাথে ওপেনিংয়ে দেখা যাবে তাঁকে। এবং স্পিন বিভাগে ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল থাকায় খুব একটা সমস্যা পড়তে হবে না দলটিকে।

  • চেন্নাই সুপার কিংস

১০ এপ্রিল দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে থাকবেন না চেন্নাই সুপার কিংসের পেসার লুঙ্গি এনগিডি। তিনিও সাত দিনের কোয়ারেন্টাইন ইস্যুতে মিস করবেন প্রথম ম্যাচ৷ পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকায় দলের সাথে যোগ দিতে দেরী হয় এনগিডির। তবে ১৬ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের দ্বিতী ম্যাচে খেলার জন্য এভেইলেবল থাকবেন এনগিডি।

এনগিডি না থাকায় প্রথম ম্যাচে পেস বিভাগে কিছুটা সমস্যায় পড়তে পারে চেন্নাই সুপার কিংস৷ তবে তাদের দুই অলরাউন্ডার স্যাম কুরান ও ডোয়াইন ব্রাভো থাকায় খুব একটা সমস্যা হবে না দলটির। সাতে স্যাম ও আটে ব্রাভোকে খেলালে পেসার শার্দুল ঠাকুর ও দীপক চাহারের সাথে দলে সুযোগ পেতে পারেন ইমরান তাহির। টপ অর্ডারে মঈন আলী অথবা ফাফ ডু প্লেসিসের একজন সুযোগ পাবার সম্ভাবনাই বেশি।

  • মুম্বাই ইন্ডিয়ান্স

চলতি সপ্তাহে ভারত পৌঁছেছে মুম্বাইয়ের ওপেনার কুইন্টন ডি কক ও অ্যাডাম মিলনে। দুই জনেরই জাতীয় দলের খেলা থাকায় দলের সাথে যোগ দিতে কিছুটা দেরী হয়েছে। সাতদিনের কোয়ারেন্টাইনে থাকায় দুইজনই শুক্রবার উদ্ভোধনী ম্যাচ মিস করবেন।

তবে যেহেতু ডি কক একটি চার্টার্ড ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে পৌঁছেছে এবং বিমানবন্দরে আলাদা চলাচলের রাস্তা ব্যবহার করেছেন সেহেতু সম্ভাবনা রয়েছে ডি ককের সাতদিনের কোয়ারেন্টাইনের ব্যাপারে কিছুটা ছাড় দেওয়ার। সেক্ষেত্রে প্রথম ম্যাচ থেকেই এভেইলেবল থাকবেন তিনি।

যদি শেষ পর্যন্ত ডি কক খেলতে না পারেন সেক্ষেত্রে উইকেটরক্ষকের দায়িত্ব পেতে পারেন ইশান কিষাণ এবং ডি ককের জায়গায় সুযোগ পেতে পারেন ক্রিস লিন। অথবা সদ্য বাংলাদেশের বিপক্ষে দূর্দান্ত পারফরম্যান্স করা জিমি নিশামকেও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে নাথান কোল্টারনাইল ও ট্রেন্ট বোল্ট থাকায় অ্যাডাম মিলনের অভাববোধ করবে না মুম্বাই।

  • রাজস্থান রয়্যালস

জোফরা আর্চার না থাকায় প্রথম ম্যাচে বেশ ভোগাবে রাজস্থানকে। ইনজুরিতে প্রথম চার ম্যাচে থাকবেন না আর্চার! আঙ্গুলের ইনজুরিতে অস্ত্রোপচার হওয়ায় দুই সপ্তাহ মাঠের বাইরে আছেন আর্চার। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই আইপিএলের জন্য অনুশীলন শুরু করবেন তিনি।

১২, ১৫, ১৯ এবং ২২ এপ্রিল অনুষ্ঠিতব্য রাজস্থানের প্রথম চার ম্যাচে থাকছেন না জোফরা আর্চার৷ ২৪ এপ্রিল তাদের পঞ্চম ম্যাচে দিল্লীর বিপক্ষে আর্চার খেলতে পারবেন কিনা সে বিষয়টিও এখনো নিশ্চিত নয়।

বেন স্টোকস, জশ বাটলার এবং এবারের আসরের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিস মরিস দলের অটো চয়েজ হিসেবেই খেলবেন। তাহলে আর্চারের পরিবর্তে দলের সুযোগ পেতে পারেন অজি পেসার অ্যান্ড্রু টাই অথবা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...