ফাইনাল না খেলেই ফিরতে হচ্ছে সাকিবকে

দল জেমকন খুলনা পৌঁছে গেছে ফাইনালে। সাকিব আল হাসান চাইলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথম টুর্নামেন্টের শেষটাই স্মরণীয় করতে পারতেন। কিন্তু, সেই সুযোগ তিনি পেলেন না। জরুরী পারিবারিক কাজে তাকে ফিরতে হচ্ছে পরিবারের কাছে।

সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাঁর শ্বশুর গুরুতর অসুস্থ। এই অবস্থায় পরিবারের পাশে তাঁর থাকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। আজ রাতেই বিমানে উঠবেন তিনি। এর অর্থ হল সাকিবকে ছাড়াই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে জেমকন খুলনা দল।

সোমবার রাতে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিবের দল খুলনা। ম্যাচে সাকিবের ব্যাট কথা বলেছে অনেকদিন বাদে। তবে, সেই ম্যাচ শেষেই তিনি টিম হোটেল ত্যাগ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত এই টুর্নামেন্ট খেলতেই তিনি ফিরেছিলেন। তবে, ফিরে গেলেন টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই।

সাকিবের শ্বশুর, মানে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা বেশ ক’দিন ধরেই অসুস্থ। তবে, সম্প্রতি তাঁর অবস্থার অবনতি ঘটেছে। সাকিব তাই দলের ফাইনালে ওঠা নিশ্চিত করে আর অপেক্ষা করলেন না।

জেমকন খুলনার টিম ম্যানেজমেন্ট সাকিবের পারিবারিক সমস্যার বিষয়টি খুব গুরুত্বের সাথেই দেখছে। তাই, সাকিব আগাম বাড়ি ফেরার আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে তাঁরা দ্বিতীয়বার ভাবেনি। ফাইনালে, সাকিবের জায়গায় কে খেলতে নামবেন সেই ব্যাপারে এখনও সূরাহা হয়নি।

তবে, ফাইনালের আগে কিছুদিন সময় পাচ্ছে খুলনা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি এই আসরের ফাইনাল হবে আগামী ১৮ ডিসেম্বর।

সাকিবের চলতি আসরটি কেটেছে অম্লমধুর। শুরুতে একটু ছন্দহীন হলেও শেষের দিকে তিনি ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। গোটা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি নয় ম্যাচ খেলেছেন। তাতে ১২০ স্ট্রাইক রেটে করেন ১১০ রান। এর মধ্যে ২৮ রানই এসেছে শেষ ম্যাচে। আর বোলিংয়ে নেন ছয়টি উইকেট।

এমনিতেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষে কিছুদিনের ছুটি পাচ্ছেন সব ক্রিকেটাররা। তাই, দ্রুতই দেশে ফেরার কোনো তাড়া নেই সাকিবের। তবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে দেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের।

সেই সিরিজকে সামনে রেখে চলতি মাসের শেষের দিকে ফিরবেন জাতীয় দলের কোচরা। তখন, মিরপুরে অনুষ্ঠিত হবে ক্যাম্প। ফলে, সেটাকে সামনে রেখে ফিরতে হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। তবে, তার ফেরার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link