ভাবুন তো, আপনি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে বল করেছেন; উইকেটও পেয়েছেন। কিন্তু যেই আপনি উদযাপনে মেতে উঠলেন তখনি আম্পায়ার এক হাত প্রসারিত করে নো বলের সংকেত দিলে। সেসময়টাতে কেমন লাগবে আপনার – এই উত্তর ভালভাবে দিতে পারবেন ভারতীয় পেসার আকাশ দীপ।
কেননা ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে এমনই এক ঘটনার স্বাক্ষী হয়েছেন তিনি। ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে বোল্ড করেছিলেন এই ডানহাতি; দারুণ একটা ডেলিভারিতে উইকেট তুলে নিয়ে যখন হাওয়ায় ভাসতে চাইলেন তখন বেজে উঠেছিল অপ্রত্যাশিত সেই সাইরেন। সাথে সাথে বিষাদে পরিণত হলো সব আনন্দ।
শেষপর্যন্ত অবশ্য ক্রলিকে তিনিই আউট করেছেন, এছাড়া ওলি পোপ এবং বেন ডাকেটের উইকেটও তাঁর ঝুলিতে গিয়েছে। তবে ক্যারিয়ারের প্রথম উইকেট টেকিং ডেলিভারিতে নো বল হজম করা নিশ্চয় অনেকদিন মনে রাখবেন আকাশ। যদিও ক্রিকেট ইতিহাসে এমন অভিজ্ঞতা কেবল তাঁর একার নয়, আরও অনেক বোলারই আছেন যারা অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেয়েও পাননি।
- টম কারেন (ইংল্যান্ড)
প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নারকে আউট করেও উদযাপন করেত পারেননি টম কারেন। ২০১৭ সালের বক্সিং ডে টেস্টের কথা, ওয়ার্নার তখন ব্যাট করছিলেন ৯৯ রানে, বোলিংয়ে অভিষিক্ত কারান। সেসময় অজি ওপেনারের উইকেট তুলে নেন তিনি, কিন্তু পিছনে ফিরতেই দেখেন ইতোমধ্যে আম্পায়ার নো বলের ঘোষণা দিয়েছে।
- মার্ক উড (ইংল্যান্ড)
আরেক ইংলিশ পেসার মার্ক উডের ভাগ্যও একই। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। সেই ম্যাচে তাঁর বলে মার্টিন গাপটিল পিছনে ক্যাচ দিয়ে বসেন, ক্যারিয়ারে প্রথমবার উইকেট পেয়ে উল্লাসে মাতেন উড কিন্তু টিভি রিপ্লে-তে দেখা যায় তাঁর পা পপিং ক্রিজের বাইরে চলে এসেছিল।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
ইয়র্কার কিং হিসেবে পরিচিত লাসিথ মালিঙ্গা লাল বলের ক্রিকেটে শুরুটা করেছিলেন দুর্ভাগ্যকে সঙ্গী করেই। ২০০৪ সালে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর, কিংবদন্তি ড্যারেন লেহম্যানকে আউট করে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু আম্পায়ার এক হাত প্রসারিত করে মালিঙ্গার আনন্দকে মাটি করে দেন।
- বেন স্টোকস (ইংল্যান্ড)
চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই ব্র্যাড হ্যাডিনকে আউট করতে পেরেছিলেন বেন স্টোকস। কিন্তু সেই ডেলিভারিতেই নো বল হজম করে বসেন তিনি; ফলে বেঁচে যান অজি ব্যাটার, অন্যদিকে উইকেট পেয়েও মন খারাপ করতে হয় স্টোকসকে।