টেস্ট ক্রিকেটের গৌরবময় রেকর্ডবইয়ে তেরো হাজার রানের মাইলফলক ছোঁয়া একজন ব্যাটারের জন্য বড় অর্জন। ক্রিকেট ইতিহাসে হাতে গোনা কিছু কিংবদন্তিই এই উচ্চতায় পৌঁছেছেন। টেস্ট ক্রিকেটে ইনিংস সংখ্যার ভিত্তিতে সবচেয়ে দ্রুত তেরো হাজার রান পূর্ণ করা তালিকায় পাঁচজন ব্যাটারের নাম দেখে নেওয়া যাক।
তালিকার শুরুতেই থাকবে ‘মাস্টার ব্লাস্টার’ খ্যাত শচীন টেন্ডুলকারের নাম। তিনি টেস্ট ইতিহাসে প্রথম এবং এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত তেরো হাজার রান পূর্ণ করা ব্যাটার। ১৭ জানুয়ারি, ২০১০ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ১৫ নভেম্বর, ১৯৮৯-এ অভিষেক করা শচীনের সময় লেগেছিল ১৬৩ ম্যাচ এবং মাত্র ২৬৬ ইনিংস—যা তার অবিচল ধারাবাহিকতা এবং দুই দশকের আধিপত্যের প্রমাণ।
দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস ২ জানুয়ারি, ২০১৩ সালে কেপ টাউনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তেরো হাজার রান পূর্ণ করেন। ১৫৯ ম্যাচে ২৬৯ ইনিংসে তিনি এই মাইলফলকে পৌঁছান। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ব্যাট হাতে যেমন নির্ভরযোগ্য ছিলেন, বল হাতেও ছিলেন কার্যকর।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২৪ জানুয়ারি, ২০১২ সালে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে খেলে তেরো হাজার রান পূর্ণ করেন। ১৬২ ম্যাচে ২৭৫ ইনিংস খেলেই তিনি এই কীর্তি গড়েন। তার আগ্রাসী ব্যাটিং, দুর্দান্ত পুল শট আর নেতৃত্বগুণ তাকে বানিয়েছিল প্রতিপক্ষের ভয়ঙ্কর এক নাম।
“দ্য ওয়াল” খ্যাত রাহুল দ্রাবিড় তেরো হাজার রান পূর্ণ করেন ২২ নভেম্বর, ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০ জুন, ১৯৯৬-এ অভিষেক করা দ্রাবিড় এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৬০ ম্যাচে ২৭৭ ইনিংস যা ছিল ১৫ বছর ১৫৫ দিনের এক দীর্ঘ যাত্রা।
আর সর্বশেষ নামটা জো রুটের। আধুনিক ক্রিকেটে সময়ের সেরা এই ব্যাটার ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের অন্যতম স্তম্ভ। জো রুট চলতি জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে তেরো হাজার রান পূর্ণ করেছেন। ২২ মে, ২০২৫ থেকে শুরু হওয়া এই ম্যাচে ট্রেন্ট ব্রিজে তিনি এই কৃতিত্ব অর্জন করেন, যা ছিল তার ২৭৯তম ইনিংস।
যেকোনো মাইলফলক একজন ক্রিকেটারের জন্য বড় প্রাপ্তি। আর তা যদি হয় মর্যাদাপূর্ণ টেস্ট ক্রিকেটের মঞ্চে, তাহলে তো কথায় নেই।