টেস্ট ক্রিকেট মানেই দীর্ঘ সময় ধরে চলা লড়াই, টেস্ট ক্রিকেট মানে স্কোরবোর্ড বড় রান। কিন্তু মাঝেমধ্যে এমন সব ভয়ানক ধস নামে, যেখানে দলগুলো চোখের পলকে ইনিংসের সমাপ্তি টেনে দিয়ে লজ্জার রেকর্ড গড়ে। দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে কম রানে অলআউট হওয়ার তালিকাটি।
- নিউজিল্যান্ড – ২৬ অলআউট বনাম ইংল্যান্ড (অকল্যান্ড, ১৯৫৫)
টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় কিউইরা। পুরো ইনিংসে তাদের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ১১। ৫ জন ব্যাটার শূন্য রানে আউট হন। এই লজ্জার রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ।
- ওয়েস্ট ইন্ডিজ – ২৭ অলআউট বনাম অস্ট্রেলিয়া (কিংস্টন, ২০২৫)
পরের রেকর্ড সম্প্রতি কিংস্টনে করেছে ওয়েস্ট ইন্ডিজ।মাত্র ২৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ তাদের চূর্ণবিচূর্ণ করে দেয়। মিচেল স্টার্ক ধসিয়ে দেন পুরো ব্যাটিং অর্ডারকে। এই দিনটি ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে এক কালো অধ্যায় হিসেবে।
- দক্ষিণ আফ্রিকা – ৩০ অলআউট বনাম ইংল্যান্ড (পোর্ট এলিজাবেথ, ১৮৯৬)
১৮৯৬ সাল, টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৩০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দেন জর্জ লোহমান। তিনি ৭ রানে ৮ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলিং ফিগার উপহার দেন। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লড়াই চালাচ্ছিল দক্ষিণ আফ্রিকা।
- দক্ষিণ আফ্রিকা – ৩০ অলআউট বনাম ইংল্যান্ড (বার্মিংহাম, ১৯২৪)
১৯২৪ সালে আবারও ইংল্যান্ডের বিপক্ষে ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা। এবারও দ্বিতীয় ইনিংসে মাত্র ৩০ রানে অলআউট হয় তারা। মরিস টেট ও আর্থার গিলিগান উইকেট ভাগ করে নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কোন সুযোগই দেননি।
- দক্ষিণ আফ্রিকা – ৩৫ অলআউট বনাম ইংল্যান্ড (কেপ টাউন, ১৮৯৯)
১৮৯৯ সালে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সময় কেপ টাউনে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র ৩৫ রানেই গুটিয়ে যায়। ইংল্যান্ডের দুই বোলার স্কোফিল্ড হেইগ ও অ্যালবার্ট ট্রট যথাক্রমে ৬ ও ৪ উইকেট নিয়ে ধস নামান। সেই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের একচেটিয়া দাপটের নিদর্শন এটি।