পাঁচ কারণে দেখবেন টি-টেন লিগ

অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী ২৮ জানুয়ারি পর্দা উঠছে আইসিসি অনুমোদিত ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টেন ক্রিকেট লিগের চতুর্থ আসরের। নয় দিনে আট দলের লড়াই শেষে আগামী ছয় ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব গুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ  জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মুক্তার আলী, আফিফ হোসেন ও মেহেদী হাসান। বর্তমান চ্যাম্পিয়ান মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত, পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মুক্তার আলী। এবং পুনে ডেভিলসের জার্সিতে দেখা যাবে নাসির হোসেনকে।

এছাড়া দুই তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসান খেলবেন বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে।শ্রীলঙ্কান ক্রিকেটার ইসুরু উদানাকে বাংলা টাইগার্স আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করলেও অংশ নেওয়া হচ্ছে না উদানার। উদানার পরিবর্তে আফিফ হোসেনকে আইকন ক্রিকেটারের মর্যাদা দেওয়া হয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের কারণে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ বেড়েছে আবুধাবি টি-টেন লিগ নিয়ে। শুধু নিজ দেশের ক্রিকেটারদের জন্যই নয়। টি-টেন কর্তৃপক্ষ জানিয়েছে আরো পাঁচ কারণে টি-টেন আগ্রহী করবে দর্শকদের।

  • এটি সংক্ষিপ্ত এবং দ্রততম

টি-টেন ফুটবল ও ফর্মুলা ওয়ানের মতো বিশ্বব্যাপী  ক্রীড়া ইভেন্টের সাথে সমতুল্য শুধু মাত্র ৯০ মিনিটের জন্য। খেলাটি সংক্ষিপ্ত ও দ্রুততম। যার কারণে আপনার পছন্দের দলের জয় দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না।

  • অতি মাত্রায় বাউন্ডারিপ্রবণ ফরম্যাট

মাত্র ১০ ওভারের খেলা হওয়ার কারণে বেশি ছয় ও চার হওয়ার সম্ভবনা থাকে। গত আসরে ৩৩২ টি ছয় ও ৩৬৮ টি চার হয়েছিলো। অনুপাতে যা প্রতি ১০ বলে ১ টি করে ছয়। গত আইপিএলে যেখানে প্রতি ২০ বলে এক টি করে ছয় হয়েছে।

  • গ্লোবাল সুপারস্টারদের ভিড়

টি-টেন লিগে বিশ্বের সব আক্রমণাত্মক ব্যাটসম্যানদেরই দেখা যাবে। এই তালিকায় রয়েছেন  ক্রিস গেইল, কাইরেন পোলার্ড, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো ও শোয়েব মালিকের মতো তারকারা।

  • বিশ্বের এক মাত্র টুর্নামেন্ট

এটি বিশ্বের একমাত্র ১০ ওভারের টুর্নামেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একে অনুমোদন দিয়েছে।

  • বৈশ্বিক প্রতিভা বিকাশের সুযোগ

এই টুর্নামেন্টে দেশ ভিত্তিক প্রতিনিধিত্ব করতে দেখা যায়। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেপাল, ওমান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় সহ চলতি মৌসুমে ১৩ টি দেশের ক্রিকেটাররা আটটি দলে অংশ নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের দিকেও থাকবে নজর।

আবুধাবি টি-টেন টুর্নামেন্ট সরাসরি দেখা যাবে সনি টিভিতে। এছাড়াও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলিতে আবুধাবি স্পোর্টস, যুক্তরাজ্যের স্কাই স্পোর্টস এবং দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টে দেখা যাবে এই লিগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link