ছক্কা বৃষ্টিতে দূরত্বের লড়াই

ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ৪৮ তম বছর পেরিয়ে গেল। তবে এই ৪৮ বছরেও যা হয়নি তা হয়েছে এবারের বিশ্বকাপে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক দলীয় ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছে পূর্বের যেকোন রেকর্ড। সর্বোচ্চ তিনটি রেকর্ডই হয়েছে এবারের আসরে।

৯৯টি ছক্কা হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৯৭টি ছক্কা এসেছে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছ থেকে। ৯৩টি ছক্কা নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় অবস্থানে রয়েছে। এত এত ছক্কার বৃষ্টিতে সবচেয়ে দূরবর্তী ছক্কাটি হাঁকিয়েছেন কে এমন প্রশ্ন জেগে ওঠাও স্বাভাবিক।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দূর্দান্ত খেলতে থাকা ভারত দলের খেলোয়াড়রাই দূরবর্তী ছক্কা মেরেছে সর্বাধিক। তবে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিশেল। ডানহাতি এই ব্যাটার ভারতের বিপক্ষে ১০৭ মিটার বড় ছক্কা হাঁকিয়েছেন।

পুরো টুর্নামেন্টেই মিশেল দলের জন্যে অবদান রেখে যাওয়ার চেষ্টা করেছেন। এমনকি সেমিফাইনালেও তিনি একাই লড়াই করেছেন। কিন্তু দলকে নিয়ে যেতে পারেননি ফাইনালের মঞ্চে। সেই আক্ষেপ তো রয়ে গেছে নিশ্চয়ই। তবে কোন রকম আক্ষেপে না জড়াবার আপ্রাণ চেষ্টাই করেছেন শ্রেয়াস আইয়ার।

এবারে বিশ্বকাপে তিনিও ছিলেন দারুণ ফর্মে। ভারতের মিডল অর্ডারের মিসিং লিঙ্ক হয়ে গর্জে উঠেছিলেন শ্রেয়াস। তাইতো গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৬ মিটার লম্বা ছয় মেরেছিলেন শ্রেয়াস। ফাইনালের মঞ্চে অবশ্য শ্রেয়াসদের বেশ নিরুপায় ঠেকেছে। তাদের শিরোপা জয়ের স্বপ্নকে ধূলিস্যাৎ করেছে অস্ট্রেলিয়া।

সেই অস্ট্রেলিয়ার জার্সিতেই তৃতীয় সর্বোচ্চ লম্বা ছয় মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তা ফাইনালের মঞ্চে নয়। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৪ মিটার লম্বা ছক্কা মেরেছেন ম্যাক্সওয়েল। সমান দূরত্বের ছক্কা মেরেছেন আরেক ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। সেটাও আবার নিউজিল্যান্ডের বিপক্ষে।

পঞ্চম দূরবর্তী ছক্কাটাও এসেছিল ভারতীয় ব্যাটারের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৬ মিটার ছক্কা মারা শ্রেয়াস আফগানিস্তানের বিপক্ষে ১০১ মিটারের বড় ছয় মেরেছিলেন। ব্যাটারদের জন্যে সেরা এক বিশ্বকাপ আসরই গিয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ব্যাটাররা তাই সানন্দে ব্যাট চালিয়েছেন। নিজেদের মেলে ধরেছেন ময়ূরের পালকের মত করেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link