নতুন অধিনায়ক আর নতুন পরিকল্পনা নিয়ে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবে পাকিস্তান; অজিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তাঁরা। তবে এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার হারিস রউফ, টিম ম্যানেজম্যান্ট দলে নিতে চাইলেও রাজি হননি তিনি।
আর সেজন্য অনাকাঙ্ক্ষিত সমালোচনার শিকার হচ্ছেন এই পেসার, এমন দাবি করেছে তাঁর পরিবার। জানা গিয়েছে, প্রতিনিয়ত অযৌক্তিক মন্তব্যের জেরে বিরক্ত হয়ে উঠেছেন তিনি। আবার বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের সূত্র ধরেও নিন্দুকের তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে।
পারিবারিক সূত্রে শোনা গিয়েছে, বিশ্বকাপ মিশন থেকেই ক্ষুব্ধ হয়ে আছেন রউফ। যারা ক্রিকেট নিয়ে সীমিত জ্ঞান রাখেন তাঁরাও বিশ্বকাপের ম্যাচে তাঁর ফর্ম এবং উইকেট নেওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে।
এই ডানহাতির পরিবার থেকে একজন বলেন, ‘দেখুন, হারিস তাদের নিয়ে বিরক্ত, যারা বিশ্বকাপের মঞ্চে পেসারদের নিয়ে পারফরম্যান্স নিয়ে অযৌক্তিক সমালোচনা করেছে। এমনকি যারা কম জানে তারাও তাঁর ফর্মের সমালোচনা করছেন এবং বিশ্বকাপের ম্যাচগুলোতে নিয়মিত উইকেট না পাওয়ায় প্রশ্ন তুলছে।’
এর আগে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজও সংবাদ সম্মেলনে সরাসরি অভিযোগের তীর ছুঁড়েছিলে হারিস রউফের দিকে। তিনি বলেছিলেন যে, রউফ প্রাথমিকভাবে ক্রিকেট বোর্ডকে টেস্ট ক্রিকেট খেলবেন এমন আশ্বাস দিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নেন।
যদিও এই তারকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ফিটনেসের কারণে কখনোই দীর্ঘ ফর্ম্যাটে খেলতে রাজি হননি তিনি। চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র একবারই সাদা পোশাকে মাঠে নেমেছিলেন; সেবারও স্রেফ ১৩ ওভার হাত ঘুরিয়ে ফিটনেসের কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।