বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে যাচ্ছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করবে তাঁরা। আগামী ১৪ই ডিসেম্বর শান মাসুদের নেতৃত্বে মাঠে নামবে দলটি। আর অজিদের বিপক্ষে এই দ্বৈরথ নিয়ে আশাবাদী পাক পেসার শাহীন শাহ আফ্রিদি।
গত রবিবার ক্যানবেরায় প্রথম দলীয় অনুশীলনের সেশনের আগে একটি মিডিয়া ইন্টারঅ্যাকশনের সময় তিনি তাঁর চিন্তাভাবনা এবং প্রত্যাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটি পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ কারণ আমরা এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এগিয়ে আছি।’
সম্প্রতি ঘোষিত অস্ট্রেলিয়ান স্কোয়াডের বেশিরভাগের বিরুদ্ধে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যান ইন গ্রিন দের। সে কথা মনে করিয়ে দিয়ে এই তরুণ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াডের প্রায় সবার সাথে খেলেছি এবং আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিবেচনায় পাকিস্তান আর অস্ট্রেলিয়ার এই সিরিজে চোখ থাকবে অনেকেরই। তবে আরো একটা কারণেও সবার মনোযোগের কেন্দ্রবিন্দুর এই দুই দলের লড়াই, আর সেটি হলো ডেভিড ওয়ার্নারের বিদায়। শাহীন, বাবরদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সূচনা হবে।
সেজন্য অজি ওপেনারকে শুভকামনাও জানিয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার। তিনি বলেন, ‘আমরা তাঁকে [ওয়ার্নারকে] শুভকামনা জানাই কিন্তু আমাদের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে ডেভিড ওয়ার্নার ভালো কিছু করুক সেই আশা করছি না।’
এছাড়া দলের প্রস্তুতি নিয়ে এই তারকা বলেন, ‘আমাদের ক্যানবেরায় খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই, তবে আমি নিশ্চিত যে পিএম ইলেভেনের বিপক্ষে চার দিনের ম্যাচটি শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচে জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে সবাইকে।’