মুম্বাইয়ের হয়ে রোহিত আর খেলতে পারবেন তো?

আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক তিনি। তবে আসন্ন আসরে সেই রোহিত শর্মাকেই আর নেতৃত্বে দেখা যাবে না। তাঁর জায়গায় হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। ২০২৪ আইপিএলের পর মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আর খেলতে পারবেন তো রোহিত?

এরই মধ্যে রোহিতের বয়স ৩৬ পেরিয়েছে। আর তাই ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়ার কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৫ সালে হবে আইপিএলের মেগা নিলাম। আর প্রতি ৩ মৌসুম অন্তর এই নিলামের নিয়ম অনুযায়ী যে কোনো ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের আগে সর্বাধিক চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে।

যার মধ্যে তিনজন ভারতীয়র পাশাপাশি একজন বিদেশিকে ধরে রাখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, রোহিত শর্মা কি সেই ৩ ভারতীয়র একজন হতে পারবেন। নেতৃত্ব বদলের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, হার্দিক পান্ডিয়াকে ঘিরে তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। বাকি থাকে আর দুটি স্লট।

এর মধ্যে মুম্বাই শিবিরে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার সুরিয়াকুমার যাদব। তাছাড়া পেস বোলিং লাইন আপে রয়েছে জাসপ্রিত বুমরাহ। একই সাথে, তরুণ ক্রিকেটারদের মধ্যে ঈশান কিষাণ, তিলক ভার্মার মতো ক্রিকেটার রয়েছে। এখন এতসব পারফর্মারদের মধ্য থেকে রোহিতকে মুম্বাই আদৌ আর রিটেইন করবে কি না, সেটি নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।

রোহিত শর্মা অবশ্য আগেই জানিয়েছিলেন, মুম্বাই ইন্ডিয়ানস বাদে অন্য কোনো দলে তিনি খেলতে আগ্রহী নন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নির্মম বাস্তবতায় ২০২৫ আইপিএলে রোহিতকে অন্য দলে দেখার সম্ভাবনাই বেশি।

এর আগে মুম্বাই বাদে ডেকান চার্জার্সের খেলার অভিজ্ঞতা রয়েছে রোহিতের। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে একটি শিরোপাও রয়েছে তাঁর। সব মিলিয়ে আইপিএলের ইতিহাসে খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৬ বার শিরোপা জিতেছেন রোহিত শর্মা।

রোহিত শর্মা মুম্বাইয়ের অধিনায়ক পান ২০১৩ আইপিএলের মাঝামাঝিতে। তাঁর নেতৃত্বে ১১ টা আসর খেলেছে মুম্বাই। তন্মধ্যে পাঁচ শিরোপা নিয়ে এখন পর্যন্ত ধোনির সাথে যৌথভাবে আইপিএলের সফল অধিনায়ক তিনি।

এখন পর্যন্ত আইপিএলে ৬২১১ রান করেছেন এ ব্যাটার। যার মধ্যে মুম্বাইয়ের হয়েই তিনি করেছেন ৫০৪১ রান। তবে পূর্বাভাস যা বলছে, পরের আসরই মুম্বাইয়ে জার্সি গায়ে রোহিত শর্মার শেষ আসর হতে চলেছে। তবে এই সম্ভাব্যতা কতটুকু বাস্তবতায় রূপ নেবে, তার জন্য অপেক্ষায় থাকতে হবে আরো বেশ কিছু সময়।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link