নতুন অধিনায়ক আর নতুন শুরুর প্রত্যয় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। আর এই ব্যর্থতার পেছনে বড় দায় দলটির বোলারদের – শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে তুলনামূলক অনভিজ্ঞ বোলিং লাইনআপ অজি ব্যাটারদের তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি।
শেষ ম্যাচে অবশ্য শাহীন শাহ খেলছেন না, ওয়ার্ক লোড ঠিক রাখতে তাঁকে বিশ্রাম দিয়েছেন টিম ম্যানেজম্যান্ট। কিন্তু এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি দেশটির সাবেক দুই পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের। দুজনেই টি-টোয়েন্টি ক্রিকেটকে অগ্রাধিকার দেয়ায় সমালোচনা করেছেন তাঁকে নিয়ে।
ওয়াসিম আকরাম বলেন, ‘সিডনি টেস্টের পরেই পাকিস্তানের পাঁচটা টি-টোয়েন্টি আছে, শাহীন শাহ সেখানে অধিনায়কত্বও করবে। কিন্তু টি-টোয়েন্টিকে কেই-বা পাত্তা দেয়? আমি জানি, এই সংস্করণ দর্শকদের বিনোদন দেয়; ক্রিকেট বোর্ডের জন্যও লাভজনক। কিন্তু টেস্ট হচ্ছে আল্টিমেট ক্রিকেট।’
তিনি আরো যোগ করেন, ‘বিশ বছর পরেও আমরা সিডনি টেস্ট নিয়ে কথা বলতে পারব, কিন্তু গতকালের টি-টোয়েন্টি ম্যাচের কথা কেউ মনে রাখে না। এটাই পার্থক্য, ছেলেদের সেটা বুঝতে হবে। তুমি কিংবদন্তি হতে চাও নাকি শুধু কোটিপতি? একটু বুদ্ধি খাটালে কিন্তু দুটোই হওয়া যায়।’
সাবেক সতীর্থের সঙ্গে সুর মিলিয়ে ওয়াকার ইউনুস বলেন, ‘আমরা টেস্টের জন্য খেলি, ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্য নয়। এবং টি-টোয়েন্টির জন্য যদি টেস্ট খেলা থেকে বিশ্রাম নিতে হয় তাহলে সেটা দুঃখজনক। গত ম্যাচে শাহীন শাহ ভাল করেছিল, আমি আশ্চর্য হয়েছি এই ম্যাচে তাঁকে না দেখে।’
এই তরুণ পেসার অবশ্য বিশ্রামের সিদ্ধান্তকে সমর্থন করছেন। তিনি বলেন, ‘আমি দুই ম্যাচ খেলেছি এবং সত্যি বলতে অনেক ওভার বল করতে হয়েছে। আমার ওয়ার্ক লোড ম্যানেজ করতেই মেডিকেল টিম এই ম্যাচে বিশ্রাম নিতে বলেছিল।’