জশস্বী জয়সওয়াল নয়, ওপেনিংয়ে জায়গা হারাচ্ছেন শুভমান গিল। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে দেখা যাবে জয়সওয়ালকে। মূলত ডানহাতি-বাঁ-হাতি কম্বিনেশনের কারণেই এ জুটিকে বেছে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
প্রায় ১৪ মাস পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত শর্মা। শুধু ফেরেননি, দলটি নেতৃত্বেও থাকছেন তিনি। বৃহস্পতিবার মোহালি থেকে শুরু হতে চলা ভারত-আফগানিস্তান সিরিজই বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ ভারতের। বিশ্বকাপের প্রস্ততি পর্ব হিসেবে এ সিরিজে ওপেনিংয়ে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল জুটিকেই খেলানোর কথা ভাবছেন রাহুল দ্রাবিড়।
এ নিয়ে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘আপাতত যা ঠিক হয়েছে, ওপেনিংয়ে রোহিতের সঙ্গে জয়সওয়ালই খেলবে। দলের স্বার্থে যেটা ভাল হয় সেটাই করছি আমরা।’
তবে প্রশ্ন হচ্ছে, রোহিত-যশস্বী ওপেন করলে শুভমান গিল কোথায় খেলবেন? গেল বছরে টি-টোয়েন্টিতে ইনিংস শুরু করেছেন তিনিই। তবে আফগানিস্তানের বিপক্ষে তিন নম্বরে দেখা যেতে পারে এ ব্যাটারকে। রোহিতের মতো ১৪ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বিরাটও। তবে ব্যক্তিগত কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলছেন না বিরাট। তাই তাঁর জায়গা দেখা যাবে গিলকে।
তবে কোহলি ঠিক পরের দুটি ম্যাচ খেলানো হবে। সে ক্ষেত্রে বিরাট ফিরলে তাঁকে খেলানো হবে কোথায়? রোহিতের সঙ্গে ওপেনিংয়ে কি দেখা যেতে পারে কোহলিকে তখন? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কোচ দ্রাবিড়। তিনি বলেন, ‘কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না। কোহলি আর রোহিতের যা স্কিল রয়েছে, তাতে বিভিন্ন বোলিংয়ের বিপক্ষে ওরা যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত।’
এ নিকে শৃঙ্খলা-ভঙ্গের অপরাধে ঈশান কিষাণ দল থেকে বাদ পড়েছে বলে একটা গুঞ্জন উঠেছে। রাহুল দ্রাবিড় সেটিকে পুরোটাই মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘ঈশান দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চেয়েছিল। ছুটির আবেদন করেছিল। সেটা ওকে মঞ্জুর করা হয়েছে। ঈশান কখনোই শৃঙ্খলা-ভঙ্গের কারণে দল থেকে বাদ পড়েনি। এই মুহূর্তে ও নিজেকে সরিয়ে নিয়েছে। ঘরোয়া ক্রিকেট খেলে যখন ঈশান আবার ফিরতে চাইবে, অবশ্যই খেলবে।’