ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ঘরের মাঠে সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। এর আগে সর্বশেষ ২০২২ সালের মার্চে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি। ২৫ জানুয়ারি হায়দ্রাবাদ টেস্টে প্রিয় প্রতিপক্ষ ইংল্যান্ডের মুখোমুখি হবেন এই পেসার, ৩২ ম্যাচের ক্যারিয়ারে ১০ ম্যাচই খেলেছেন তাঁদের বিরুদ্ধে।
মজার ব্যাপার, শেষ যেবার জো রুটদের বিপক্ষে খেলেছিলেন তিনি সেবার দলের অধিনায়ক ছিলেন। রোহিত শর্মা হুট করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁকে অধিনায়ক করে একাদশ ঘোষণা করেছিল টিম ম্যানেজম্যান্ট। সেই ম্যাচে ফাইফারও পেয়েছিলেন এই ডানহাতি, তাই তো ম্যাচটা স্মরণীয় হয়ে আছে তাঁর কাছে।
তিনি বলেন, ‘আমি একটি ম্যাচে ক্যাপ্টেন্সি করেছি এবং এটি সম্মানের। টেস্ট খেলতে পারাটা দুর্দান্ত ব্যাপার, অধিনায়কত্ব করা আরও ভাল অনুভূতি। হ্যাঁ, আমরা হেরে গিয়েছিলাম কিন্তু ম্যাচে অনেকটা সময় এগিয়ে ছিলাম।’
আবার নেতৃত্ব দেয়া হলে খুশি মনেই গ্রহণ করবেন জানিয়ে এই তারকা বলেন, ‘আমি দায়িত্ব নিতে পছন্দ করেছি। একজন ফাস্ট বোলার সাধারণত বোলিং শেষে ফাইন লেগে চলে যায়, ম্যাচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আমি প্রতিটি সিদ্ধান্তে জড়িত থাকতে পছন্দ করি। পুনরায় অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া হলে অবশ্যই করব, কে না করবে?’
এখনকার সময়ের সফলতম অধিনায়ক প্যাট কামিন্সের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে খেলে, অনেক ম্যাচেই সে ব্যবধান গড়ে দিয়েছে। সে দারুণ উদাহরণ যে, পেসাররাও ম্যাচ পরিচালনার করার মত বুদ্ধিমান হয়। তাঁরা জানে খেলার মধ্যে কখন কি করতে হবে।’
তিন ফরম্যাটেই ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, কিন্তু তাঁর ক্যারিয়ার প্রায় শেষের দিকে। অন্য দুই ফরম্যাটে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে হার্দিক পান্ডিয়া এগিয়ে থাকলেও টেস্টের ক্ষেত্রে তিনি আলোচনায় নেই। তবে কি জাসপ্রিত বুমরাহ হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক?