বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো বোমা ফাটিয়েছেন প্রধান চান্দিকা হাতুরুসিংহে। লঙ্কান এ কোচের মতে, বিপিএল টুর্নামেন্ট একটা সার্কাস শো-এর মতো। তাছাড়া দেশের এই একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে তাঁর বিরক্তি নাকি এমন পর্যায়ে চলে গিয়েছে যে, টেলিভিশনের রিমোটের বাটন চাপতে চাপতে বিপিএল দেখানো চ্যানেল সামনে চলে এলে তিনি টিভিই বন্ধ করে দেন!
চান্দিকা হাতুরুসিংহে বিসিবির চুক্তিভূক্ত থাকা কোচ। চুক্তি থাকা অবস্থায় এমন মন্তব্য কোড অব কনডাক্টের কতটুকু লঙ্ঘন করে, এটি নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। একই সাথে, এ নিয়ে বিসিবির কী বক্তব্য তা নিয়েও আগ্রহের কমতি ছিল না। অবশেষে চান্দিকা হাতুরুসিংহের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে হাতুরুর এমন মন্তব্যের একদিন পেরিয়ে গেলেও নাকি এ ব্যাপারে সেভাবে অবগত নন বিসিবি বস। আজ সংবাদকর্মীদের সাথে আলাপকালে এমনটাই জানান তিনি।
তবে অবগত না থাকলেও ঘটনার সত্যতা মিললে, হাতুরু যে শাস্তির সম্মুখীন হবে, সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি। এ নিয়ে তিনি বলেন, ‘দেখুন, প্রথম কথা যেটা আপনাদেরকে বলা দরকার, এই জিনিসটা আমি এখনও দেখিনি। এটা হল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা জিনিস স্পষ্ট করা দরকার, অনুমতি ব্যতিত টুর্নামেন্ট চলাকালীন সময়ে এই ধরণের কোন মন্তব্য করা কারো পক্ষেই সম্ভব না। বিশেষ করে এই ধরনের যারা আছেন, কোচ, নির্বাচক, খেলোয়াড় তাদের সাথে আমাদের লিখিত চুক্তি আছে যে, তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। এখন প্রথমত আমার জানতে হবে যে, কি বলেছে নির্দিষ্ট করে সেটা যদি আমি না জানি তাহলে সেটা নিয়ে মন্তব্য করা কঠিন। দ্বিতীয় হচ্ছে যে অনুমতি নেওয়া হয়েছিল কি না। আর যদি নেওয়া হয়েও থাকে, কেন দেওয়া হল একটা টুর্নামেন্ট চলার সময় হঠাৎ করে। মানে এই জিনিসগুলো না জেনে আমি মন্তব্য করতে চাচ্ছি না। কাজেই আমার মনে হয় আমি এখনই যাচ্ছি, গেলে এটা নিয়ে একটু বসতে পারব এবং তারপরে বলতে পারব।’
তিনি আরো যুক্ত করে বলেন, ‘অনেক সময় হয় কি আসলে তথ্যটা যদি যথাযথভাবে না জানা যায়, তাহলে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ অনেক বেশি থাকে। কারণ আরেকটা জিনিস মনে রাখতে হবে এক একজনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। একই জিনিস এক একজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষ করছে, সেটা আমার একটু জানা দরকার, দেখা দরকার- কেন তার এই কথা মনে হয়েছে যে তার দেখতে ইচ্ছে করছে না বা টেলিভিশন বন্ধ করে দিচ্ছি, এই ধরণের কথা-বার্তা বলার পেছনে কারণটা কি, সেটা আমার জানা দরকার। একবার একটু পড়ে নেই তাহলে আমার জন্যে একটু সুবিধা হবে। বলা বা পড়া কোন একটা যদি না দেখি তাহলে এভাবে মন্তব্য করা কঠিন।’
সব মিলিয়ে এমন মন্তব্যের সত্যতা যদি মিলে তবে কি বিসিবির পক্ষ থেকে কঠিন কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেই প্রশ্নে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে সে নিয়ম লঙ্ঘন করেছে কি না। সে যেই হোক। তাহলে তো আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে- কোন জায়গায় এমন কিছু বলেছে কিনা যা বাংলাদেশের ক্রিকেটের জন্যে, সেটা যে পর্যায়ের হোক, ঘরোয়া ক্রিকেট হোক, আমাদের খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, এমন কোন মন্তব্য করেছে কিনা, যেটা নাকি নেতিবাচক কোন বার্তা বহন করে। তাহলে নিশ্চিতভাবেই তাঁকে জিজ্ঞেস করা হবে। এটা নিয়ে তাঁকে অবশ্যই শোকজ করা হবে।’