সাকিবের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন, খেলবেন সব ফরম্যাট

ব্যস্ততাই স্বস্তি আর স্বস্তিতেই শান্তি। আর তাইতো ২০২৪ সালে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের স্বস্তির আরেক নাম সাকিব আল হাসান। কেননা তিনি ফিরছেন তিন ফরম্যাটেই।

জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সকল ফরম্যাটের একটি পুর্ণাঙ্গ সিরিজ পুন:নির্ধারিত হয়েছে। গত শনিবার এই ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছিল বাংলাদেশ- আফগানিস্তানের মধ্যকার দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পুর্নাঙ্গ সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেটের দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজ পেছাতে পারে।’ তবে, সম্ভাব্য সময় এখনো জানানো হয়নি।

২০২৪ সালে বাংলাদেশ ১২ টি টেস্ট খেলার পরিকল্পনা ছিল। তবে এখন তা ৮ টিতে নেমে এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মে থেকে পুন:নির্ধারিত হতে পারে। পাঁচটি ট-টোয়েন্টি খেলার পরিবর্তে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেও বাংলাদেশ ক্রিকেট ব্যস্ত থাকবে। সিরিজ রয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার সাথেও।

তবে সাকিব আল হাসানের তিন ফরম্যাটেই নিয়মিত হওয়ার আশ্বাসে স্বস্তির হাওয়া বইছে টাইগার শিবিরে। টেস্ট ক্রিকেটে প্রায় এক বছরের দীর্ঘ বিরতির দিয়ে  শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন ঘটলো সাকিবের। সর্বশেষ বিশ্বকাপ থেকেই ভুগছিলেন চোখের সমস্যায়। যা আরো স্পষ্ট হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিকেই। তাইতো নিজেকে প্রস্তুত করতে নিয়েছিলেন বেশ অনেকটা সময়।

সাকিবের পুর্ণাঙ্গ প্রত্যাবর্তন নিয়ে জালাল ইউনুস বলেন, ‘সে (সাকিব) তিন ফরম্যাটেই খেলতে প্রস্তুত। যদি না কোনো ফিটনেস বিষয়ক সমস্যা থাকে। তাঁর ফিরে আসা দলকে আরো শক্তিশালী করবে বলে আশা করা যায়।’

এর আগে সাকিব ঘোষণা দিয়েছিলেন ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যত নিয়ে ভাববেন। তাই দীর্ঘ দিন  পর বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে। কেননা, সে সময় পর্যন্ত বিসিবি কোনো বাঁধা ছাড়াই তাঁকে পেতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link