Social Media

Light
Dark

আইপিএলের যে সেরা একাদশ দেখলে আপনি আকাশ থেকে পড়বেন!

কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৭তম আসর। রবিবার রাতে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলে কলকাতা নাইট রাইডার্স।
এবার ২০২৪ আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলে। তিনি তাঁর সেরা একাদশ বাছাইয়ে নিজ নিজ অবস্থানে খেলা, সেরা খেলোয়াড়কে প্রাধান্য দিয়েছেন। তাই দলে জায়গা হয়নি ট্রাভিস হেড, অভিষেক শর্মা, জেইক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রিস্টিয়ান স্টাবস কিংবা পার্পল ক্যাপ জেতা হার্শাল প্যাটেলের।

উদ্বোধনীতে তার প্রথম পছন্দ এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ভিরাট কোহলি। কোহলির সাথে তিনি বেছে নিয়েছেন সুনিল নারাইনকে। দ্বিতীয় উদ্বোধনী ব্যাটার হিসেবে ট্রাভিস হেড, জেক ফ্রেসার ম্যাকগার্ক, রিতুরাজ গাইকোয়ার, অভিষেক শর্মা, ফিল সল্ট এবং ফাফ ডু-প্লেসিসও তাঁর পছন্দের তালিকায় ছিল।

 

তবে দলের ভারসাম্য ঠিক রাখতে হার্শা এবারের আইপিএলের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নারাইনকে বেছে নেন। তিন নম্বরে তিনি রেখেছেন রাজস্থান রয়েলসের ক্যাপ্টেন সাঞ্জু স্যামসন ও তার সতীর্থ রিয়ান পরাগ আছেন ৪ নম্বরে। দুজনই ৫০০ এর উপরে রান করেন।

৫ নম্বরে হার্শার পছন্দ দুইজন, সানরাইজার্স হায়দ্রাবাদের হেনরিখ ক্লাসেন ও লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। তবে বাঁ হাতি হওয়ায় এবং ম্যাচের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভাল করায় তিনি বেছে নেন নিকোলাস পুরানকে।

৬ নাম্বারে তিনি রেখেছেন কলকাতার অলরাউন্ডার আন্দ্রে রাসলকে। তাঁর অলরাউন্ড পারফর্ম্যান্সের মাধ্যমে কলকাতার শিরোপা জয়ের অন্যতম ভূমিকা রাখেন তিনি। ৭ নম্বরে তিনি রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দীনেশ কার্তিককে। পুরো মৌসুম লোয়ার মিডিল অর্ডারে ব্যাঙ্গালুরুর হয়ে ম্যাচ শেষ করেছেন তিনি।

 

নতুন বলে বল করার জন্য হার্শা দলে রেখেছেন ট্রেন্ট বোল্টকে। রাজস্থানের এই বোলারের সুইং এর কাছে পরাস্ত হয়েছেন একাধিক ব্যাটার। তার সাথে হার্শা দলে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। মুম্বাইয়ের এই বোলার প্লে-অফে নিজের দলকে না তুলতে পারলেও তার ঝুলিতে ছিল ২০ উইকেট। তৃতীয় গতি বোলার হিসেবে তিনি রেখেছেন নাটরাজানকে। শেষ ওভারগুলোতে অসাধারণ বল করার দক্ষতার জন্যই হার্সার পছন্দ তিনি।

নারাইন এর সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে হার্শা দলে রেখেছেন তারই সতীর্থ বরুণ চক্রবর্তী। কলকাতার এই জাদুকরী স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন একাধিক ব্যাটার। দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ ২১ উইকেট। তাই তো কুলদীপ যাদবের উপরে বরুণকেই বেছে নিয়েছেন হার্শা।

হার্শার সেরা একাদশ: ভিরাট কোহলি, সুনিল নারাইন, সাঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ, টি নাটরাজান, বরুণ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link