ব্যাটার হিসেবে পরিচিতি পেলেও তাঁর আরেকটি পরিচয় রয়েছে। তিনি উইকেটরক্ষকও বটে; না, গড়পড়তা মানের নয়, নিয়মিত স্ট্যাম্পের পিছনে গ্লাভস হাতে দেখা যায় তাঁকে – যার কথা হচ্ছে নাম তাঁর ট্রিস্টান স্টাবস। ক্রিকেট বিশ্বে এতদিনে ভালভাবেই নিজের পরিচয় তৈরি করেছেন তিনি, তবে নতুন করে চেনানোর লোভ বোধহয় সামলাতে পারেননি। তাই তো বোলার হিসেবে হাজির হলেন দৃশ্যপটে।
অবাক করার মত হলেও সত্য এটাই; প্রোটিয়া এই তরুণ আদতে উইকেটকিপার-ব্যাটার হলেও গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলেছেন অলরাউন্ডার হিসেবে। দলটির বিপক্ষে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন তিনি। আবার বোলিং করেই তুষ্ট হয়নি তাঁর মন, দুই দুইটি উইকেটও শিকার করেছেন।
আট ওভারে ৪৩ রান, চার উইকেট – গুজরাটের স্কোরবোর্ডের যখন এমন অবস্থা তখন এই অফ স্পিনারের হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষাভ পান্ত। এরপর যা হলো সেটা অবিশ্বাস্য, তৃতীয় বলেই অভিনব মনোহরকে সাজ ঘরে ফেরান তিনি। পান্তের দুর্দান্ত স্ট্যাম্পিংয়ের কল্যাণে উইকেট উদযাপন করতে দেখা যায় তাঁকে।
এক বল পর হুবহু একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে; এবার শাহরুখ খানকে স্ট্যাম্পিয়ের ফাঁদে ফেলেন এই ডানহাতি বোলার। অর্থাৎ হুট করে বল করতে এসেই গুজরাটের মিডল অর্ডার ধ্বসিয়ে দেন তিনি।
তাই তো তাঁকে প্রশংসায় ভাসাতে ভোলেনি দিল্লি; সেই প্রশংসা আবার রসাত্মকভাবেই করেছে তাঁরা। উইকেটকিপার হিসেবে দলে ভিড়িয়ে প্রতিপক্ষকে বোকা বানিয়েছে ক্যাপিটালস পরিবার এমনই একটি কৌতুক সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে দলটি।
অবশ্য নিজের মূল কাজ ব্যাটিংটাও ঠিকঠাক করছেন স্টাবস। এখন পর্যন্ত ছয় ইনিংসে ১৮৯ রান করেছেন তিনি, ব্যাটিং গড় ৬৩ আর স্ট্রাইক রেট ১৯০ ছাড়িয়ে গিয়েছে – ব্যাটিং, বোলিং, উইকেটকিপিং সবমিলিয়ে প্যাকেজ ক্রিকেটার হয়ে উঠছেন এই দক্ষিণ আফ্রিকান; অনেকটা নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের মতই বলা চলে।