মায়াঙ্কের সময় এখনও আসেনি!

লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মায়াঙ্ক যাদব ম্যাচ খেলেছেন সবে মাত্র তিনটি। তাই এখনি তাঁকে নিয়ে জাতীয় দল গোছানোর চিন্তা করা ঠিক হবে না বলে মনে করেন টম মুডি। তাই তো সতর্ক করলেন ভারতীয় নির্বাচকদের।

দেখতে দেখতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ( আইপিএল) আসরের মাঝপথে চলে এসেছে। আর এর মাঝেই ক্রিকেট বিশ্ব সাক্ষী হয়েছে বেশ কিছু অসাধারণ ম্যাচের। যেখানে কয়েকজন নবাগত ভারতীয় ক্রিকেটারেরও চোখ ধাঁধানো কিছু পারফরম্যান্স ছিল। লখনৌয়ের গতি দানব মায়াঙ্ক যাদব তাদের মধ্যে অন্যতম।

মায়াঙ্কের আইপিএল অভিষেক ঘটে পাঞ্জাব কিংসের বিপক্ষে। যেখানে গতির ঝড় তুলে সবার নজর কেড়েছিলেন এই পেসার।আর উইকেট নেন তিনটি। আবার তাঁর দ্বিতীয় ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষেও নেন তিনটি উইকেট। তাছাড়া রান খরচেও তিনি ছিলেন মিতব্যায়ী। চার ওভার হাত ঘুরিয়ে খরচ করেন মাত্র ১৪ রান।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলতে যেয়ে মায়াঙ্ক ইনজুরিতে পড়েন। তবে সাবেক কয়েকজন ক্রিকেটার এবং ভক্তরা তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের রাখার প্রস্তাব করেন। যদিও লখনৌ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো বিবৃতি দেননি।

জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত বোর্ডের কর্মকর্তারা। তবে মায়াঙ্ক যাদবকে এখনি দলে রাখা নিয়ে আপত্তি রয়েছে আইপিএল জয়ী কোচ টম মুডির। তিনি বলেন, ‘আমি তাঁর (মায়াঙ্ক) খেলা দেখেছি। সত্যিই চমৎকার। তবে সব বিষয় না ভেবেই আপনি তাঁকে দলে নিতে পারেন না।’

মায়াঙ্ক সম্পর্কে মুডি আরো বলেন, ‘আপনি এখনো তাঁর (মায়ঙ্ক) সামর্থের ব্যাপারে নিশ্চিত নন। চাপের মুখে সে কি করতে পারে, তা নিয়ে ধারণা নেই। তবে তাঁকে ভবিষ্যতের জন্য তৈরি করা যাতে পারে। আমার মতে, ২০২৬ সালের বিশ্বকাপে তাঁকে রাখার পরিকল্পনা করা উচিত।’

মায়াঙ্কহীন লখনৌ পর পর দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে তারা টেবিলের ছয়ে অবস্থান করছে। তাইতো চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে আছে লখনৌয়ের খেলোয়াড়-ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link