বিশ্বকাপে হয়নি ঠাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)ও করতে পারেননি আহামরি কোনো পারফরম্যান্স। তবে ওয়ানডে ধাঁচের অর্ধশতক করেই সন্তুষ্ট থাকলে হলো লোকেশ রাহুলকে।
হয়তো ভারতের নির্বাচকদেরকে জবাবটাই দিতে চেয়েছেন রাহুল। তবে ঠিকঠাক মোক্ষম কোনো জবাব দিতে ব্যর্থ হয়েছে রাহুলের ব্যাট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এবারের আসরে তার শেষ ইনিংসে দেখা পান অর্ধ শতকের।
৪১ বল খেলে মাত্র ১৩৪.১৫ স্ট্রাইক রেটে ৫৫ রান করে করেন রাহুল। যেখানে ছিল ৩ টি চার এবং ৩টি ছক্কার মার। আহামরি কোনো ইনিংস না এটি। তবে মুম্বাইকে ২১৫ রানের লক্ষ্য ছুড়ে দিতে বিশেষ ভূমিকা রাখে রাহুলের এই ইনিংস। নিকোলাস পুরানের সাথে গড়েন ১০৯ রানের জুটি।
তবে অভিজ্ঞ পীযূষ চাওলার ফাঁদে পা দেন রাহুল। চাওলার বলে ক্যাচ তুলে দেন শ্রীলঙ্কান নুয়ান থুসারার হাতে। লখনৌ সুপার জায়ান্টসের দলপতিকে সাঝঘরে ফেরাতে থুসারা একটুও ভুল করেননি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না লোকেশ রাহুলের। তবে ভক্তরা তার খেলাকে নিশ্চয়ই অনুভব করবে। তাই হয়তো এবারের আইপিলের ইতি টানলেন একটি অর্ধশতক দিয়েই। হতে পারে সেটি তার ভক্তদের জন্য উপহার।