একটি নয়, দুইটি নয়, ফ্লোরিডায় তিনটি-তিনটি ম্যাচ বাতিল করতে হয়েছে শুধুমাত্র বৃষ্টির জন্য। সেটাও আবার বিশ্বকাপের মঞ্চে। বিষয়টি মোটেও মেনে নেয়ার মত নয়। তাইতো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উপর নিজের ক্ষোভই প্রকাশ করলেন ভারতের কিংবদন্তী সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
শুরুটা শ্রীলঙ্কা- নেপালের ম্যাচ দিয়ে, তারপর স্বাগতিক যুক্তরাষ্ট্রে-আয়ারল্যান্ড আর সর্বশেষ ভারত-কানাডা, এ নিয়ে ফ্লোরিডায় তিনটি ম্যাচ বাতিল করতে হয়েছে আয়োজক কমিটিকে। কারণ হিসেবে শুধুই ছিল বৃষ্টি। তবে সবসময়ই যে ম্যাচ চলাকালীন বৃষ্টি বাঁধা হয়ে দাড়িয়েছে তা নয়। ম্যাচের আগে বৃষ্টি হয় বেশ কয়েকবার। আর তাই মাঠ ভেজা থাকার কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
আর সেই কারণে চটেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, ‘আইসিসির কাছে অনুরোধ, যেখানে পুরো মাঠ ঢাকার মত কোনো ব্যবস্থা না থাকে, সেখানে তাঁরা যেন কোনো ম্যাচ না রাখে। আপনি শুধুই পিচ ঢেকে আর পুরো মাঠ খোলা রেখেই কাজ শেষ করতে পারেন না। এমনটা হয়া মোটেও উচিত নয়, কেননা অসংখ্য ক্রিকেট প্রেমী তাঁদের প্রিয় দলের খেলার দেখার অপেক্ষায় থাকে।’
এর আগে পাকিস্তান টুর্নামেন্টের এই আসর থেকে ছিটকে যায়। যা বেশ চমকের সৃষ্টি করে। তবে তাঁদের এই ছিটকে যাওয়াতে বিশেষ ভূমিকা রাখে বৃষ্টি। যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচে বৃষ্টি হানা দিলে উভয় দল ১ পয়েন্ট পেয়ে যায়। আর তাতেই গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে ভারত এবং যুক্তরাষ্ট্র পরবর্তী রাউন্ড নিশ্চিত করে।
টি-টোয়েন্টি বেশ অনিশ্চয়তার খেলা, তাঁর উপর বিশ্বকাপের মত টুর্নামেন্ট, তাই প্রতিটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই প্রতিটি ম্যাচের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আর এবারের ম্যাচ বাতিলের সংখ্যা আইসিসির গাফলতিকে নির্দেশ করে।
ম্যাচে বাতিলের প্রসঙ্গে মন্তব্য করেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভনও। তিনি বলেন, ‘এত বড় টুর্নামেন্টে কিভাবে পুরো মাঠ ঢাকার মত কোনো ব্যবস্থা রাখা হয়নি! সমস্ত অর্থ ম্যাচে দেয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমাদেরকে ম্যাচ বাতিল করতে হচ্ছে মাঠ ভেজা থাকার কারণে।’
ম্যাচ বাতিলের বিষয়টি হতাশ করেছে দর্শক থেকে শুরু করে সাবেক-বর্তমান সব খেলোয়াড়দের। তাইতো অভিযোগের তীর আইসিসির দিকে ছুঁড়ে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন আইসিসি শুধু বিষয়টি আমলে নিলেই হয়।