চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন ওবেদ ম্যাককয়। ক্যারিবিয়ান অলরাউন্ডারের ভীরে একাদশে সুযোগই মিলছিল না তাঁর। তবে পারিবারিক কারণে শেফার্ড দলের বাহিরে থাকলে সুযোগ মেলে ম্যাককয়ের।
বিশ্বকাপে সুপার এইট পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২১৮ রান করে ক্যারিবিয়ানরা। জবাবে ওবেদ ম্যাককয়ের অসাধারণ বোলিংয়ে ১০৪ রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
ইনিংসের অষ্টম ওভারে অধিনায়ক রোভম্যান পাওয়েল বোলিংয়ে নিয়ে আসেন ম্যাককয়কে। নিজের প্রথম ওভারেই আফগানিস্তানের দুই জাদরানকে ফেরান তিনি।
তাঁর প্রথম শিকার চলতি টুর্নানেন্টে দূর্দান্ত খেলে আসা উদ্বোধনী ব্যাটার ইব্রাহিম জাদরান। ওভারের শেষ বলে তিনি আউট করেন আরেক ব্যাটার নাজিবুল্লাহ জাদরানকে।
বিশ্বকাপে নিজের প্রথম সুযোগ ভালভাবেই কাজে লাগিয়েছেন ম্যাককয়। তাঁর দ্বিতীয় ওভারে আফগান ব্যাটার মোহাম্মদ নাবিকে ফেরত পাঠিয়ে জানান দেন যে দলে স্থায়ীভাবে থাকতে এসেছেন তিনি।
বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে একমাত্র নিয়মিত ফাস্ট বোলার জোসফকে নিয়ে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে তিন জয়ে সুপার এইট নিশ্চিত করে তাঁরা। তাই সুপার এইটে প্রবেশ করার আগে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের অতিরিক্ত খেলোয়াড়দের যাচাই করে নেওয়ার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ।
নিজের প্রথম ম্যাচে ৩ ওভার বল করে মাত্র ১৪ রানের বিনিময়ে ৩ টি উইকেট পান ম্যাককয়। আফগানিস্তানের মিডিল অর্ডার ভেঙে দিয়ে জয়ের কাজটা সহজ করে দেন তিনি। তবে এমন পারফরম্যান্সের পরেও সুপার এইটে শুরুর একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়। কেননা প্রতিযোগীতাটা যে বিশ্বমানের। তবে ম্যাককয়কে এতো সহজে এড়িয়েও যেতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ।