আইসিসি ইভেন্টে আফগানিস্তানের বিপক্ষে ‘অজেয়’ বাংলাদেশ

বিশ্বকাপ শেষ হতে আর একটা ম্যাচ দূরে দাঁড়িয়ে বাংলাদেশ দল। পারফরমেন্সে আফগানিস্তান ভালো অবস্থায় থাকলেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। আর সেই পথে, আশার কথাই বলছে পরিসংখ্যান।

পরিসংখ্যান অনুযায়ী আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে কখনও জিততে পারেনি আফগানিস্তান। ৫০ ওভার বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনটিতেই নয়।

৫০ ওভারের বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া, ২০১৯ সালের ইংল্যান্ড কিংবা ২০২৩ সালের ভারত – প্রতিবারই বিজয়ী দলের নাম বাংলাদেশ। বলাই বাহুল্য, কোনো ম্যাচেই খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি আফগানিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে, মাত্র একবার দেখা হয়েছে দু’দলের।  ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে আফগানিস্তানকে মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয় পেয়েছিলো বাংলাদেশ দল। সেই ম্যাচে আফগানদের নিয়ে রীতিমত ছেলেখেলাই করেছিল সাকিব-মাশরাফিরা।

যদিও, এরপর নিজেদের আমূল বদলে ফেলেছে আফগানিস্তান দল। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের জয় পাঁচটিতে ও আফগানদের ছয়টিতে।

এখানে এগিয়ে থাকলেও, আইসিসি ইভেন্টের চারটা ম্যাচের সবগুলোতেই জয়ী বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের যে উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানরা, এই ভেন্যু বাংলাদেশের পয়মন্ত। কারন এই ভেন্যুর উইকেট মন্থর গতির, যা খানিকটা মিরপুরের ফ্লেভার দেয়।

বাংলাদেশের সাথে আফগানিস্তানের ম্যাচটাও হবে সেন্ট ভিনসেন্টের ওই আর্নস ভ্যালে গ্রাউন্ডে। ফলে, বাংলাদেশকে ফেবারিট না বললেও এটুকু বলা যায় যে – আফগানদের জন্য লড়াইটা সহজ হবে না একদম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link