যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টির শিরোপা নিজেদের ঘরে তুললো ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড পর তৃতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দ্বিতীয়বার নিজেদের করে নিল তাঁরা। তবে এই বিশ্বকাপের পর বেশ কিছু কিংবদন্তি খেলোয়াড় অবসরের ঘোষণা জানিয়েছেন।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যিনি ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের সঙ্গে ছিলেন, ২০২৪ বিশ্বকাপের পর তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন। নিজের বিধ্বংসী ব্যাটিং এর জন্য বেশ পরিচিত রোহিত শর্মা। হিটম্যান খ্যাত রোহিত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২৩১ রান করে অবসরে যান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসেবে ব্যাক্তিগত সর্বোচ্চ রান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের উদ্বোধনী পার্টনার বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ৭৬ রানের দুর্দান্ত ইনিংসের মাধ্যমেই নিজের ক্যারিয়ার শেষ করেন বিরাট। যা ভারতকে তাঁদের দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোহলি ৪১৮৮ রান নিয়ে ফরম্যাটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসর নেন।
সদ্য সমাপ্ত বিশ্বকাপটি ভাল যায়নি ডেভিড ওয়ার্নার ও অস্ট্রেলিয়ার। তবে বিশ্বকাপের আগেই ওয়ার্নার ঘোষনা দিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে বিশ্বকাপের শেষ ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। আন্তজার্তিক ক্রিকেটে উনিশ হাজারেরও বেশি রান নিয়ে অবসরে যান ওয়ার্নার৷
রোহিত শর্মা ও বিরাট কোহলির মতোই বিশ্বকাপ জিতে নিজের অবসরের ঘোষণা দেন রবিন্দ্র জাদেজা। ভারতীয় এই অলরাউন্ডার ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাট ও বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ব্যাট হাতে ৫১৫ রানের পাশাপাশি বল হাতে ৫৪টি উইকেটও শিকার করেছেন এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের পেস সেনসেশন ট্রেন্ট বোল্ট ২০২৪ বিশ্বকাপ শেষে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানেন। টিম সাউদির সাথে দীর্ঘ সময় নিউজিল্যান্ডের হয়ে ফাস্ট বোলিংয়ের নেতৃত্ব দেন বোল্ট। নিউজিল্যান্ডের হয়ে এই ফরম্যাটে ২১.৪৩ গড়ে ৮৩ উইকেট শিকার করেছিলেন তিনি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৮টি ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। যেখানে ব্যাট হাতে ২৩৯৪ রানের পাশাপাশি বল হাতেও ৪০টি উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হতাশাজনক বিশ্বকাপের পর নিজের অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ, এমন একটা গুজব ছড়িয়ে পরেছিল বটে। কিন্তু শেষ অবধি খোদ মাহমুদউল্লাহ এই বিষয়ে মুখ খোলেননি।
এছাড়াও নামিবিয়ার ডেভিড উইসে, উগান্ডার ব্রায়ান মাসাবা এবং নেদারল্যান্ডসের সায়ব্রান্ড এ্যাঙ্গেলব্রেচট ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেন।