বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লজিস্টিক ম্যানেজার নাফীস ইকবাল গুরুতর অসুস্থ। শুক্রবার চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয় তাঁকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চোধুরী বলেন, ‘নাফীস ইকবাল মাইনর ব্রেইন স্ট্রোক করেছেন।’ মূলত এরপরেই তাঁকে চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে আসা হয়। সেখানে তাঁকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।
৩৯ বছর বয়সী নাফীস, বাংলাদেশের তারকার ব্যাটার তামিম ইকবালের বড় ভাই। তাছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের ভাতিজা হন। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর ক্যারিয়ারে ১১ টি টেস্ট এবং ১৬ টি ওয়ানডে খেলেন।
নাফীস বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি এছাড়াও অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি মূলত লাইমলাইটে আসেন ২০০৩-২০০৪ সালের দিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ-‘এ’ দলের হয়ে শতক হাঁকানোর মধ্য দিয়ে। সেই ম্যাচে তিনি ১৬৮ বলে ১১৮ রান করেন।
তাঁর একমাত্র টেস্ট শতকটি আসে ২০০৫ সালে, তাঁরা ১-০ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজটি জিতে নেয়। সেসময় বাংলাদেশ প্রথমবারের মত কোনো সিরিজ জেতে।
নাফীস সর্বশেষ ওয়ানডে খেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে, সেখানেও টাইগাররা অজিদের হারিয়ে দেয়। আর তাঁর সর্বশেষ টেস্ট ম্যাচটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৬ সালে।
তবে ২০২২ সাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেটের দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই হঠাৎ অসুস্থ হওয়াতে ক্রিকেট মহলে দুশ্চিন্তার কালো কালো মেঘ জমেছে।
বিকালে ফেইসবুক পোস্টে শাহরিয়ার নাফীস জাতীয় দলের সাবেক সতীর্থের আপডেট জানিয়ে লিখেন, ‘নাফীস ইকবাল হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তিনি চিকিৎসাধীন আছেন। অংরহ করে সবাই নাফীসের জন্য দোয়া করবেন।’
Share via: