চলছিল জাতীয় দাবা প্রতিযোগীতার ১২ তম রাউন্ডের খেলা। বাংলাদেশ দাবা ফেডারেশনে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন বাংলাদেশের অন্যতম সফল দাবাড়ু জিয়াউর রহমান। বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটি চলাকালীন অবস্থাতেই ৫ টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর। হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তবে কোনো কিছুই মৃত্যু থেকে ফেরাতে পারেনি জিয়াউরকে।
১৯৭৪ সালে জন্ম নেয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২০০৫ সালে সর্বোচ্চ রেটিংধারী দাবাড়ু হিসেবে মনোনীত হন। তখন তাঁর রেটিং ছিল ২৫৭০।
১৯৯৩ সালে অর্জন করেন আন্তর্জাতিক মাস্টারের (আইএম) তকমা। ২০০২ সালে অর্জন করেন জিএম’র খেতাব। তাঁর খেলার ধরণ ছিল অন্যদের থেকে ভিন্ন, শক্ত অবস্থানগত কৌশল অবলম্বন করতেন তিনি। রেকর্ড ১৪ বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসকরা তাঁর পালস খুঁজে পাননি। তাঁরা নিশ্চিৎ করেন যে, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে বাংলাদেশের এই অমূল্য সম্পদের।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তাঁর এই অনাকাঙ্খিত বিদায়ে শোকের ছায়া নেমেছে দাবাসহ বাংলাদেশের সকল ক্রীড়াঙ্গনে। সমগ্র বাংলাদেশ যেন চাপা আর্তনাদের জানান দিচ্ছে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, তুমি রবে বাংলার হৃদয়ে।