বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের মাধ্যমে পাকিস্তানের প্রধান টেস্ট কোচের দায়িত্ব শুরু করবেন জেসন গিলেস্পি। তবে তাঁর আগে দলের পেসারদের কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। করাচিতে সাংবাদিকদের সাথে বৈঠকে এই বিষয়ে তাঁর চিন্তাভাবনা প্রকাশ করেছে সাবেক অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার।
গিলেস্পি পাকিস্তানের সেরা দুই বোলার, শাহীন আফ্রিদি এবং নাসিম শাহের উপর অতিরিক্ত কাজের চাপের জন্য তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলে থাকেন এই দুই বোলার। এর সাথে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন তাঁরা। যার ফলে তাঁদের উপর অতিরিক্ত চাপ পড়ে।
গিলেস্পি বলেন, ‘ শাহীন আফ্রিদি ও নাসিম শাহ সব ফরম্যাটের খেলোয়াড় এবং তাঁরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অংশ নেন। ফলে তাঁরা প্রতিটি ম্যাচ খেলতে পারবে না। তাই আমরা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। গত এক বছরে মিচেল স্টার্কের চেয়ে তিন গুন বেশি বল করেছেন শাহীন। কিভাবে সে এতো কাজের চাপ সামলাবে? আমাদের তাঁর যত্ন নিতে হবে।’
গিলেস্পি বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য ৬ আগস্ট থেকে একটি ক্যাম্পের পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন। এই মাসের শেষের দিকে সিরিজের সম্ভাব্য খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।
সিরিজ প্রস্তুতির বিষয়ে গিলেস্পি বলেন, ‘আমরা ব্যাটারদের উপর চাপও মূল্যায়ন করব। আমাদের উদ্দেশ্য খেলোয়াড়দের বিকল্প প্রস্তুত করা। আমরা চলতি মাসের শেষের দিকে সিরিজের সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা করব। কাকে বিশ্রাম দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। টেস্ট দলের নেতৃত্ব দিবেন শান মাসুদ। বর্তমানে তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। দেখা না হলেও তাঁর সাথে আমার ফোনে যোগাযোগ আছে।’
পাকিস্তানের নতুন এই কোচ লাহোরে বাবর আজম এবং নাসিম শাহের সাথে তাঁর সাম্প্রতিক কথোপকথন নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বাবরকে তাঁর স্বাভাবিক খেলা খেলতে পরামর্শও দিয়েছিলেন। এই সম্পর্কে তিনি বলেন, ‘লাহোরে বাবর আজম এবং নাসিম শাহের সঙ্গে আমার কথা হয়। আমি বাবরকে বলেছিলাম যেন সে স্বাধীনভাবে তাঁর স্বাভাবিক খেলা খেলে।’