Social Media

Light
Dark

মেসি ও ‘নবাগত মেসি’র দ্বৈরথ হবে কতদিনে?

ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের করে নিয়েছে স্পেন। তার কিছু ঘন্টা পরেই কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এতেই স্বপ্ন পূরণ হয়েছে স্পেন তরুণ লামিন ইয়ামালের। কারণ ফিনালিসিমার ফাইনালে গুরু মেসির বিপক্ষে খেলার সুযোগ পাবেন এই তরুণ। ইউরো ফাইনালের আগে ঠিক যেমনটা চেয়েছিলেন ইয়ামাল।

‘ফিনালিসিমা’ হল কনমেবল এবং উয়েফা আয়োজিত একটি একক খেলা। যেখানে বর্তমান ইউরো এবং কোপা আমেরিকা বিজয়ী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। প্রতিযোগিতাটি পূর্বে ইউরোপীয়/দক্ষিণ আমেরিকান নেশনস কাপ নামে পরিচিত ছিল। যা ১৯৮৫ এবং ১৯৯৩ সালে দুইবার অনুষ্ঠিত হওয়ার পর বন্ধ হয়ে যায়। তবে ২০২২ সালে তা পুনরায় চালু করা হয় এবং নাম দেওয়া হয় ফিনালিসিমা।

কাতালুনিয়ার শীর্ষস্থানীয় একটি রেডিও চ্যানেলে কথা বলার সময় মেসির বিরুদ্ধে খেলার ইচ্ছা প্রকাশ করেন ইয়ামাল। তিনি জানান যে, ফিনালিসিমাতে তিনি বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের মুখোমুখি হতে চান।

এই সম্পর্কে ইয়ামাল বলেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে এবং আমি ইউরো জিতব। তাহলে আমি তাঁর বিরুদ্ধে ফিনালিসিমাতে খেলতে পারব।’

সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে দুর্দান্ত ফর্মে ছিলেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। বর্তমানে বার্সেলোনার হয়ে মেসির পজিশনেই খেলে থাকেন তিনি।দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অনেকেই এই তরুণকে মেসির সাথে তুলনা করে চলছেন।

মাত্র ছয় মাস বয়সেই মেসির সাথে প্রথম সাক্ষাৎ হয় ইয়ামালের। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির সাথে তাঁর সেই ছোট বেলার ছবি প্রকাশ করেন তার বাবা। ছবিটি বেশ ভাইরাল হতে দেখা যায় মিডিয়াতে । মেসি হয়তো নিজেও জানতেন না এই ছোট শিশুর বিরুদ্ধেই একদিন মাঠে নামতে হতে পারে তাঁকে। তবে তেমন সম্ভাবনারই সৃষ্টি হয়েছে ইউরো ও কোপা আমেরিকা ফাইনালের পর।

স্বাভাবিকভাবেই এটি বেশ আবেগঘন মুহূর্তে হতে যাচ্ছে তরুণ ইয়ামেলের জীবনে। মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় মানেন স্পেনের এই  তরুণ। ফুটবল ইতিহাসের সম্ভাব্য সকল শিরোপা ও পুরস্কার জিতেছেন ক্যারিয়ারের অন্তিম লগ্নে থাকা মেসি। তাই গুরুর বিপক্ষে খেলার হয়তো এটিই শেষ সুযোগ ইয়ামালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link