শ্রীলঙ্কা নয়, বাংলাদেশের বিপক্ষে ফিরবেন তিন কুতুব

দিনের পর দিন পরিশ্রম, ফলস্বরূপ স্বপ্নের বিশ্বকাপ জয়, অতঃপর স্মরণীয় উদযাপন। বিশ্বকাপ জয়ী ভারতের ক্রিকেটাররা যে বড্ড ক্লান্ত। অবশ্য তাঁদের ব্যস্ত সূচী কিন্তু থেমে নেই। তাইতো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের  বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাহ। সেখানে ভারত তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে। চলতি জুলাই মাসের শেষেই শুরু হবে সংক্ষিপ্ত এই সিরিজ।

যদিও বিশ্বকাপের পরেই বিরাট-রোহিত টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। অবশ্য বুমরাহ তাঁর খেলা চালিয়ে যাওয়ার কথা জানান। আগামী সপ্তাহেই ভারত তাঁদের দল ঘোষণা করবে।

বিসিসিআইয়ের সূত্র জানায়, ‘আসন্ন মৌসুমের জন্য তৈরি হতে সিনিয়র খেলোয়াড়েরা বিশ্রামে থাকবেন। বিরাট, রোহিত এবং বুমরাহকে বিশ্রাম দেয়া হয়েছে। তাঁরা আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরবেন।’

তারপর ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিবে। তিন টেস্টের সিরিজটি অবশ্য অক্টোবরের মাঝামাঝিতে শুরু হয়ে নভেম্বরে শেষ হবে।  ঠিক তার পরেই তাঁরা উড়াল দেবেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। সেখানে খেলবেন চার টি-টোয়েন্টি এবং তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্ট। অর্থাৎ ভারতের জন্য ভীষণ ব্যস্ততা অপেক্ষা করছে বছরজুড়ে।

তাছাড়া বিরাট-রোহিত নতুন কোচ খুঁজে পেলেও, বাকি রয়েছে ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং কোচ খোঁজা। ভারতের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ইতিমধ্যেই প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে আলোচনা করেছে। কেননা, তাঁর সিদ্ধান্তের বিশেষ প্রভাব থাকবে ভারত ক্রিকেটের ভবিষ্যতে।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা সিরিজেই নতুন কোচ পাবে ভারত। সেই হিসেবে বিরাট, রোহিত এবং বুমরাহ তাঁদের নতুন কোচ গম্ভীরের প্রথম প্রজেক্টেই অনুপস্থিত থাকবেন। তবে পরবর্তীতে নতুন কোচ এবং সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক কেমন হয় সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link