গ্রাহাম থর্পের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

প্রজন্মের অন্যতম স্টাইলিশ ব্যাটার গ্রাহাম থর্প নীরবে নিভৃতেই কাটিয়েছিলেন গত কয়েক বছর। তবে সব নীরবতা ভেঙে আগস্ট মাসের শুরুতে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়, জানা গিয়েছিল শারিরীক অসুস্থতার কারণেই মাত্র ৫৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। যদিও এবার তাঁর স্ত্রীর মুখে শোনা গেল চমকে যাওয়ার মত তথ্য।

গ্রাহাম থর্পের জীবনসঙ্গী আমান্দা থর্প, ব্যক্তিজীবনে এই দম্পতির দুইটি কন্যা সন্তান রয়েছে। গ্রাহামের মহাবিদায়ের পর সাবেক ইংলিশ মাইকেল আথারটনের সঙ্গে একটি সাক্ষাৎকার দেন আমান্দা, আর সেখানেই জানান মানসিকভাবে ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাঁর স্বামী এবং সেজন্য নিজের জীবন শেষ করে দিয়েছেন।

তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমি ছিলাম, আমাদের দুইটি মেয়ে ছিল। আমরা সবাই তাঁকে ভালবাসতাম, সে-ও আমাদের অনেক ভালবাসতো। কিন্তু সে দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েছিল। পরিবার হিসেবে তাঁকে সব রকম সাহায্য করেছিলাম, সে-ও চেষ্টা করেছিল কিন্তু কোন কিছুতেই কাজ হয়নি।’

আমান্দা আরো বলেন, ‘গ্রাহাম নিজের ওপর এতটাই বিরক্ত হয়ে উঠেছিল যে, সে ভাবতো তাঁকে ছাড়াই আমরা ভাল থাকব। এবং শেষমেশ সে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। অথচ তাঁর কাছে তখনও ভাল কিছু করার সম্ভাবনা ছিল, কিন্তু ডিপ্রেশন আর অ্যাক্সাইটি তাঁকে গ্রাস করে নিয়েছে।’

এরপর তিনি যোগ করেন, ‘গত কয়েক বছর ধরেই গ্রাহাম শারীরিকভাবে অসুস্থ, এর মধ্যে গুরুতর ডিপ্রেশন দেখা দেয় তাঁর মাঝে। ২০২২ সালের মে মাসে সে আত্নহত্যার চেষ্টাও করেছিল। পরবর্তীতে তাঁকে ইন্টেসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অনেকটা সময় থাকতে হয়েছিল।’

অধিনায়ক ও কোচ হিসেবে ইংলিশ ক্রিকেটে ব্যাপক সাহায্য করেছেন সাবেক এই ব্যাটার। পারফরম্যান্সের শৈলিতে মুগ্ধতা ছড়িয়েছেন সর্বত্র। ক্রিকেটীয় বিচারে বড় কোন অর্জন না থাকলেও সে সময়কার দর্শকদের হৃদয় জিততে তাই কোন ভুল হয়নি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link