আইপিএলের নতুন সব করোনাবিধি

করোনা মহামারীর মধ্য ভারতে প্রথমবারের মত অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)অনুষ্ঠিত হতে যাচ্ছে।

করোনার কারণে সর্বশেষ আইপিএলের আসর অনুষ্ঠিত হয়েছিলো সংযুক্ত আরব আমিরাতে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবারের আইপিএলের জন্য বায়ো বাবলের নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে। বিশেষভাবে বললে ভারত এবং ইংল্যান্ড জাতীয় দলের যেসব ক্রিকেটার আইপিএল খেলবে তাদের জন্য।

বায়ো বাবল থেকে বায়ো বাবল

বিসিসিআই এক ঘোষণায় জানিয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ খেলা ক্রিকেটারদের বায়োবাবলে ঢোকার জন্য নতুন করে কোয়ারেন্টিনে থাকার কোনো দরকার নাই। কিন্তু অন্যসব ক্রিকেটার, আম্পায়ার, ফ্রাঞ্চাইজি মালিক এবং অন্যান্য সকলের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিসিসিআই তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ইংল্যান্ড এবং ভারতের সিরিজে খেলা ক্রিকেটাররা যদি সরাসরি আইপিএল ফ্রাঞ্চাইজিতে যোগ দেয় তাহলে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের প্রয়োজন নাই। এক্ষেত্রে তাদেরকে বহন করার জন্য ফ্রাঞ্চাইজিগুলোর টিম বাস অথবা চার্টার্ড বিমান ব্যবহার করতে হবে। এই নিয়ম মানলেই তাদেরকে কোয়ারেন্টিনের নিয়ম মানতে হবে না।

এছাড়াও বিসিসিআই জানায়, যদি চার্টার্ড বিমান ব্যবহার করা হয় তবে বিমান ক্রুদের জন্য কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। আর এই ব্যবস্থা অবশ্যই বিসিসিআইয়ের প্রধান মেডিকেল দল কতৃক স্বীকৃত হয়। যদি এই নিয়ম না মানা হয় তবে অবশ্যই তাদেরকে কোয়ারেন্টিন মানতে হবে।

আইপিএলের আগে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ হবে। এই সিরিজে খেলা কিছু দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার আইপিএলে খেলবেন। ফ্রাঞ্চাইজিগুলো চাচ্ছে এই নিয়ম যেন দেশের বাইরে চলা সিরিজগুলোর জন্যও প্রযোজ্য হয়। তাহলে তারা চার্টার্ড বিমান ব্যবহার করে তাদেরকে ফ্রাঞ্জাইজির বায়োবাবলে নিয়ে আসতে পারবেন।

আইপিএলের এইবারের আসরে মোট ১২টি বায়ো বাবল তৈরি করা হবে। আটটি বায়ো বাবল থাকবে আটটি ফ্রাঞ্চাইজির জন্য, দুইটি থাকবে ম্যাচ অফিসিয়াল এবং ম্যাচ যারা চালাবেন তাদের জন্য আর বাকি দুইটি বায়ো বাবল থাকবে ধারাভাষ্যকার এবং সম্প্রচার ক্রদের জন্য।

বিসিসিআই নিশ্চিত করেছে তাদের কোনো কর্মী বায়োবাবলের অংশ হবেন না। তাই বায়ো বাবলে থাকা কোনো ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল এবং সম্প্রচারকারের সাথে জড়িত কারো সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না। আর যেসব ফ্রাঞ্চাইজি মালিকরা দলের সাথে থাকতে চান তাদেরকে সাত দিনের কোয়ারেন্টিন শেষ করে দলের সাথে যোগ দিতে হবে।

বাবল নিশ্চিতে ম্যানেজার নিয়োগ

বিসিসিআই জানিয়েছে তারা প্রত্যেক ফ্রাঞ্চাইজির সাথে চারজন নিরাপত্তা কর্মী নিয়োগ দিবেন। যারা ওই দলের বায়োবাবলের ভিতরে থাকবেন। তারা দেখবেন কোনো দল বায়োবাবলের নিয়ম মেনে চলছে কিনা। যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে বিসিসিআইয়ের প্রধান মেডিকেল দলকে জানাবে। তাদের প্রধান কাজ হবে মেডিকেল দলকে তথ্য সরবরাহ করা।

বিসিসিআই বায়োবাবলে থাকা সকলকে একটি রিস্ট ব্যান্ড সরবারহ করবে। এটি হোটেল চত্ত্বরে পরা বাধ্যতামূলক থাকবে। যদি কেউ আরটি-পিসিআর টেস্টে কোভিড পজিটিভ আসে তাহলে সে সর্বশেষ ৪৮ ঘন্টায় কাদের সাথে ছিলো সেটা জানাবে এই রিস্ট ব্যান্ড।

এখন কোনো ভাক্সিন দেয়া হবে না

বিসিসিআই জানিয়েছে এই মুহুর্তে আইপিএলের সাথে জড়িত কাউকে ভাক্সিনের আওতায় আনা যাবে না। কারণ এই মুহুর্তে দেশে ভাক্সিন বিরোধী আন্দোলনের মধ্য করোনার সময়ে ফ্রন্টলাইনারদের টিকা দেয়া হচ্ছে। এছাড়াও ৬০ বছরের উপরের ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে। যতক্ষণ দেশের বেশিরভাগ মানুষ টিকার আওতায় আনা হয় নাই ততক্ষণ আইপিএলের সাথে জড়িত কাউকে টিকা দেয়া হবে না।

ক্রিকেট বলে কোনো ঝুকি নেই

বিসিসিআই আইপিএলের সব ফ্রাঞ্চাইজিকে জানিয়েছে বলের মাধ্যমে করোনা ছড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। যদি বল স্টেডিয়ামের গ্যালারি কিংবা মাঠের বাইরে যায় তবে চতুর্থ আম্পায়ার নতুন বল দিবে সেটা দিয়ে ম্যাচ চালাতে হবে। যে বল মাঠের বাইরে যাবে সেটা যদি ফিরে আসে তাহলে সেই বলকে নতুন করে স্যানিটাইজ করতে হবে। আর বলে লালা ব্যবহার করা যাবে না।

প্রবেশের বিষয়ে জরুরী গাইড লাইন

বিসিসিআই মুম্বাই এবং চেন্নাইয়ে প্রবেশের বিষয়ে নতুন গাইড লাইন দিয়েছে।

মুম্বাইয়ে যেসব লোক যুক্তরাজ্য,মিডল ইস্ট, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল থেকে আসবে তাদেরকে নিজ খরচে বাধ্যতামূলক প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে সরকারের বিশেষ নির্দেশনায় ছাড় পাওয়া যেতে পারে। তবে ঘরোয়া যাত্রীদের জন্য এই রকম কোনো নিয়ম নেই।

ভারতের অন্য অঞ্চল থেকে তামিলনাডুতে ঢোকার জন্য বাধ্যতামূলক ই-পাস নিতে হবে। এছাড় বিদেশ থেকে আসা অন্য সবার জন্যও বাধ্যতামূলক ই-পাস নিতে হবে।

এতোসব নিয়মের বেড়াজালে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল।

লেখক পরিচিতি

খেলাকে ভালোবেসে কি-বোর্ডেই ঝড় তুলি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link