ব্যাটিং ব্যর্থতা ও বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের সাথে হোয়াটওয়াশ হয়েছে বাংলাদেশ। কোন ম্যাচেই নূন্যতম প্রতিদ্বন্দ্বীতা করতে পারেননি তামিম মুশফিকরা। ওয়ানডে সিরিজে এরকম বিপর্যস্ত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজে ভয়ডরহীন ক্রিকেট খেলে ঘুড়ে দাঁড়াতে চায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, ফিরে আসার প্রত্যয়। তিনি মনে করেন, টি-টোয়েন্টিতে ছোট দল, বড় দল বলে কিছু নেই। সামর্থ্য অনুযায়ী খেললে যে কাউতে হারাতে পারবে দলটি।
আগামীকাল সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে সেরা ক্রিকেট খেলে একটি জয় পেতে মুখিয়ে আছে সবাই।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
বাংলাদেশের অধিনায়ক আরো বলেন, ‘আমরা যদি জড়তা কাটিয়ে এবং এই তিন ম্যাচের ফলাফল ভুলে, হ্যাঁ যে ভুলগুলো করেছি সেটা মাথায় রাখতে হবে। কিন্তু ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। জয়ের বিকল্প নেই, অন্য কোনো পথ নেই। নিউজিল্যান্ডকে যদি নিউজিল্যান্ডে হারাতে চান তাহলে যে চ্যালেঞ্জ নিতে হয় তার জন্য আমরা মুখিয়ে আছি।’
ব্ল্যাক ক্যাপ পেসারদের গতি, সুইং, বাউন্স এবং শর্ট বলের তোপে প্রতি ম্যাচেই অসহায় আত্নসমর্পণ করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তার করে নিউজিল্যান্ড জিতলেও বাংলাদেশের অধিনায়ক মনে করেন টি-টোয়েন্টিতে বড় দল ছোট দল বলতে কিছু নেই; নির্দিস্ট দিনে যারা ভালো পারফরম্যান্স করবে জয় পাবে তারাই।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট যেখানে বড় দল ছোট দল বলতে কিছু নেই। র্যাংকিংয়ের এক নম্বর দল হোক বা নয় দশ নম্বর দল হোক, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে বা এক দুই জন খেলোয়াড় ভালো পারফর্ম করে, দল হিসেবে যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ঠিকমত করতে পারি তাহলে যেকোনো দলকে হারাতে পারব।’
ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও সেই তুলনায় যথেষ্ঠ ভালো করেছে বোলাররা। বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়া না দিলে দ্বিতীয় ওয়ানেডের গল্পটা অন্য রকমও হতে পারতো। তাই বাংলাদেশের অধিনায়ক মনে করেন জয় পেতে বোলারদের সাথে ভালো করতে হবে ব্যাটসম্যানদেরও।
মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাটিং নিয়ে আমরা যেরকম আশা করেছিলাম ওরকম পারফর্ম করতে পারিনি। বোলারদের জয়ের রসদ এনে দিতে ব্যাটিং ইউনিটকে আরও ভালো পারফর্ম করতে হবে। বোলাররা খুব ভালো ছন্দে আছে। আমাদের যে বোলিং ইউনিট আছে- মেহেদী, নাসুম, মিরাজ, সব ফাস্ট বোলাররা। আমাদের বোলিং অ্যাটাক তাঁদের আটকানোর জন্য যথেষ্ট ভালো। টি-টোয়েন্টিতে যে কারও হয়ে যেতে পারে।’