নিউজিল্যান্ড সফরে গিয়ে যেন পরাজয়ের বৃত্ত থেকে বেরই হতে পারছে না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা ও বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হওয়ার পর একই দৃশ্যের পুনরাবৃত্তি করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও বড় পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ।
সেডন পার্ক, হ্যামিল্টনে টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশকে ২১০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিউজিল্যান্ড। মূলত প্রথম ইনিংস শেষেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। এরপর চোটের কারণে একাদশে ছিলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর ব্যাক্তিগত কারণে সিরিজ শুরুর আগে থেকেই নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
এমন হারের জন্য ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করিয়ে জানিয়েছেন লক্ষ্যমাত্রা তাদের নাগালের বাইরে ছিলো। তবে বোলাররা রান নিয়ন্ত্রণ করতে না পারলেও অভিষিক্ত বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ।
তিনি বলেন, ‘বোলাররা যথেষ্ট ভালো করেছে। নাসুম অভিষেকে দারুণ করেছে। তবে আবারও ব্যাটিংয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছি আমরা। আমার মনে হয় এভাবে করলে হবে না, দ্বিতীয় ম্যাচে ফিরে আসতে হবে। এখানে ১৯০ রান তাড়া করার মতো ছিল। আমরা স্লিপ ফিল্ডিংয়ের কারণে কিছু বাউন্ডারি বেশি দিয়েছি। কিন্তু ব্যাটিং ইউনিটের ভালো করতে হবে।’
মূলত ডেভন কনওয়ের ৫২ বলে অপরাজিত ৯২ রানের ঝড়ো ইনিংসের সুবাধেই লক্ষ্যমাত্রা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন তাকে আটকানোর পথ খুঁজেও বের করতে পারেনি বাংলাদেশ।
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘ও দারুণ ফর্মে আছে, আমার জানা মতে গত ৬-৭ ম্যাচে ৫-৬টি হাফ সেঞ্চুরি করেছে সে। তবে আমরা সুযোগ পেয়েছিলাম তাকে আউট করে উইকেটে নতুন ব্যাটসম্যান আনার। কিন্তু তাকে আটকানোর উপায় বের করতে পারিনি। ’
বোলরদের ব্যর্থতার পর আত্নসমর্পণ করেছেন ব্যাটসম্যানরাও। শুরুতেই লিটন দাস ফিরে যাওয়ার পর নাঈম শেখ ভালো শুরু করলেও ইশ সোধির বোলিং তাণ্ডবে পথ হারায় বাংলদেশের ইনিংস। ম্যাচ শেষে কন্ডিশন কাজে লাগিয়ে দারুণ বোলিং করা সোধির প্রশংসাও করেছেন বাংলাদেশের অধিনায়ক।
তিনি বলেন, ‘আসলে ইশ (সোধি) অভিজ্ঞ, সে কন্ডিশনকে কাজে লাগায় দারুণভাবে। এখানে বল একটু গ্রিপ করছিল। তবে আসলে একই ভুল বারবার করলে হবে না আমাদের, দ্বিতীয় ম্যাচে নিজেদের একটু তুলে ধরতে হবে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের শুরু থেকেই খেলার সুযোগ করে দিতে অধিনায়ক কেন উইলিয়ামসন সহ দলের নিয়মিত ৬ ক্রিকেটারকে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। তাই অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে সহজে হারানোর উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিউই অধিনায়ক টম সাউদি।
ইয়ঙ ও কনওয়ের ব্যাটিংয়ে প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা অপেক্ষাকৃত অনভিজ্ঞ ছিলাম। তবে এরকম পারফরম্যান্স করাটা স্বস্তিদায়ক ছিলো। ইয়ঙকে এতো ভালো খেলতে দেখে আনন্দিত হয়েছি এবং কনওয়ে এই পর্যায়ে যা করেছে তাই চালিয়ে যাচ্ছে। সবার পারফর্ম করাটা নিউজিল্যান্ডের জন্য ভালো দিক।’