আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ক্রিকেটের সবচাইতে বড় আসর বসে ভারতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাম দিয়ে। বলা হয় বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি আসর হল আইপিএল।
এটা এমন একটা টুর্নামেন্ট খেলতে যেমন মুখিয়ে থাকে দেশ বিদেশের সব ক্রিকেটাররা, তেমনই একবার সুযোগ এলে সেটা লুফে নিতে চায় সবাই। এমন সুযোগেরই সদ্ব্যবহার করা আইপিএল অভিষেকেই ঝড় তুলেছেন অনেকে। তাঁদের মধ্যে সেরা কারা? – চলুন জেনে নেওয়া যাক।
- জেমস হোপস (অস্ট্রেলিয়া)
আইপিএল ইতিহাসেরই দ্বিতীয় ম্যাচের ঘটনা। চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। সেই ম্যাচেই পাঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার জেমস হোপস।
চেন্নাইয়ের দেওয়া ২৪১ রানের টার্গেট অবশ্য তিনি টপকাতে পারেননি, কিন্তু নিজের আইপিএল অভিষেকের ম্যাচেই তিনি খেলেন ৩৩ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস। যেটা কিনা এখন অবধি আইপিএল অভিষেকে পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। তবে হোপসের ঝড়ো শুরুর পরও পাঞ্জাব ম্যাচটা হেরে যায় ৩৩ রানে!
- গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার ইতিহাস সেরা অধিনায়কের আইপিএল অভিষেক হয়েছিল সেসময়ের ডেকান চার্জারসের বিপক্ষে। ডেকান দলে থাকা অ্যান্ড্রু সাইমন্ডসের ১১৭ রানের ঝড়ো সেঞ্চুরির সুবাদে স্মিথের রাজস্থানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৫। রাজস্থানের হয়ে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে নেমেছিলেন ইউসুফ পাঠান আর গ্রায়েম স্মিথ।
ওপেনিংয়ে নেমে সেবার স্মিথ করেন ৪৫ বলে ৭১ রান। স্মিথের এই ঝড়ো সূচনা অবশ্য বিফলে যায়নি, রাজস্থান শেষ অবধি ম্যাচটা জিতে যায় তিন উইকেট হাতে রেখেই।
- শন মার্শ (অস্ট্রেলিয়া)
শন মার্শ যখন এই ইনিংস খেলেন তখন তিনি এখনকার মত খুব নামী ছিলেন এমনটা বলা যাবেনা। তাতে অবশ্য শন মার্শের কোন সমস্যা হয়নি, কিংস ইলেভেন পাঞ্জাব মার্শকে দলে খেলিয়েছে। মার্শের আইপিএল অভিষেক হয়েছিল ডেকান চার্জার্সের বিপক্ষে।
ডেকান অবশ্য প্রথমে ব্যাট করে খুব বড় স্কোর তুলতে পারেনি, ৮ উইকেট হারিয়ে তাঁরা করে মাত্র ১৬৪ রান। ১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শন মার্শ পাঞ্জাবের হয়ে ওপেন করেন আর শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন। ৬২ বলে ৮৪ রানের ইনিংস তো তিনি খেলেনই, দলকে তিনি জিতিয়ে দিয়েই মাঠ ছাড়েন। এটা এখন অবধি আইপিএল অভিষেকে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস।
- মাইকেল হাসি (অস্ট্রেলিয়া)
জেমস হোপসের যে ম্যাচে অভিষেক, সেই ম্যাচেই আইপিএল অভিষেক মাইকেল হাসির। তবে হাসির অভিষেক হয়েছিল চেন্নাই সুপার কিংসের হয়ে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে ওপেন করতে নেমে রীতিমত ঝড় তুলে ফেলেন মাইকেল হাসি।
পাঞ্জাবের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ২১৪.৮১ স্ট্রাইক রেটে তিনি করেন ১১৬ রান, তাও মাত্র ৫৪ বলের খরচায়। তিন নম্বরে ব্যাট করা হাসিকে অবশ্য ম্যাচের শেষ অব্দি আর কেউ আউট করতে পারেননি। তবে ম্যাচ শেষে ঠিকই ম্যান অফ দা ম্যাচের এওয়ার্ড টা তিনি নিজের ঝুলিতে পুরে নেন। মাইকেল হাসিই একমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটার যিনি আইপিএল অভিষেকে সেঞ্চুরি করেছিলেন।
- ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সে ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম এমন একটা ইনিংস খেলেন যেটা কোন ক্রিকেটার তাঁর জীবনে একবার খেলতে পারলেই স্বর্গসুখ পাওয়ার কথা। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে সে ম্যাচে ম্যাককালাম খেলেন ৭৩ বলে ১৫৮ রানের ইনিংস।
সে ম্যাচে ব্যাঙ্গালুরুর বোলাররা ম্যাককালামের বিপক্ষে রীতিমত খাবি খাচ্ছিল। ম্যাককালামের সেই ইনিংসের সুবাদে কোলকাতাও তাদের ইতিহাসের প্রথম ম্যাচটা হেসেখেলেই জিতে নিয়েছিল। ব্রেন্ডন ম্যাককালামের এই ইনিংসই এখন অব্দি আইপিএল ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস।