রিয়াদ নেই, অধিনায়ক লিটন!

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর যেন কাটছে দু:স্বপ্নের মত। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও বাংলাদেশের পারফরম্যান্স ছিলো হতাশাজনক। আর এই সব গুলো ম্যাচেই ব্যাট হাতে বিবর্ণ ছিলেন লিটন দাস। পাঁচ ম্যাচে এই ওপেনারের ব্যাট থেকে এসেছে মাত্র ৫০ রান।

ধারাবাহিক এই ব্যর্থতার মাঝেই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আরেক গুরুদায়িত্ব পালন করতে হবে উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে । প্রথম দুই টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ খেললেও শেষ ম্যাচে ফিটনেস সমস্যর কারণে একাদশে থাকবেন না তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে তাই দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস।

মাহমুদউল্লাহ রিয়াদের না থাকা ও লিটন দাসের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করে দলের সাথে সফর সঙ্গী হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ার জালাল ইউনুস। তিনি জানিয়েছেন চোটের কারণে শেষ ম্যাচেও একাদশে থাকবেন না মুশফিকুর রহিমও। মুশফিক চলতি সফরের একটা টি-টোয়েন্টি ম্যাচেও খেলেননি।

সিরিজ শুরুর আগেই সন্তান সম্ভব্য স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান এবং ওয়ানডে সিরিজ শেষে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল। আর মাশরাফি বিন মর্তুজা তো টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বছর চারেক আগেই।

তাই দীর্ঘ দিন পর বাংলাদেশের একাদশে দেখা যাবে না এই পাঁচ জনের কাউকেই। এমনকি ২০০৯ সালের পর টি-টোয়েন্টি ক্রিকেটে এই পাঁচ জনের বাইরে বাংলাদেশকে নেতৃত্ব দেয়নি আর কেউই। প্রায় এক যুগ পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে টস করতে নামবে অন্য কেউ।

আজ টিম সাউদির সাথে টস করতে নামলেই বাংলাদেশের টি-টোয়েন্টির ইতিহাসের সপ্তম এবং সব মিলিয়ে ১৮ তম অধিনায়ক হবেন লিটন দাস। টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ রিয়াদ।

যদিও, লিটনের ফর্ম নিয়েও সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ। চলতি নিউজিল্যান্ড সফরে ওয়ানটি ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচটি – মানে সবগুলো ম্যাচই খেলেছেন। করেছেন মোটে ৫০ রান। এবার ব্যাটিংয়ের সাথে সাথে অধিনায়কত্বের চাপও নিতে হবে তাঁকে।

আজ ইডেন পার্ক, অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ । ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

  • বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link