Social Media

Light
Dark

সিংহের থাবায় বিধ্বস্ত ক্যাঙ্গারু – এই অস্ট্রেলিয়া বড্ড অচেনা!

এরপর লিয়াম লিভিংস্টোন যা করলেন সেটা তো ধাঁধা সৃষ্টি করেছে দুই চোখে, ছয় নাম্বারে নেমে খেলেছেন মাত্র ২৭ বল তাতেই করেছেন ৬২ রান! এর মধ্যে স্টার্কের শেষ ওভারেই মেরেছেন চার চারটি ছক্কা আর একটি চার - অতিমানবীয়, অবিশ্বাস্য ক্যামিও বটে।

মিচেল স্টার্কের বোলিং ফিগার ৮-০-৭০-০, চারটা সংখ্যা কেবল স্টার্কের নয় বরং চতুর্থ ওয়ানডেতে পুরো অস্ট্রেলিয়া দলের অবস্থার প্রতিফলন। ইংল্যান্ডের চতুর্মুখী আক্রমণে স্রেফ অসহায় হয়ে আত্মসমর্পণ করেছিল তাঁরা – বাজবল অ্যাপ্রোচের ভয়ানক সুন্দর খেলার প্রদর্শনী দেখিয়েছে ইংলিশরা, হিংস্র সিংহের মতই ছিঁড়েখুঁড়ে খেয়েছে প্রতিপক্ষকে।

লর্ডসে তাণ্ডব শুরু করেছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক, আগের ম্যাচে তাঁর সেঞ্চুরিতেই ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। এদিন অবশ্য সেঞ্চুরির দেখা পাননি তবে বেন ডাকেটের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৫৮ বলে ৮৭ রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বুঝিয়ে দিয়েছিলেন আজ আর কোন ছাড় নয়।

এরপর লিয়াম লিভিংস্টোন যা করলেন সেটা তো ধাঁধা সৃষ্টি করেছে দুই চোখে, ছয় নাম্বারে নেমে খেলেছেন মাত্র ২৭ বল তাতেই করেছেন ৬২ রান! এর মধ্যে স্টার্কের শেষ ওভারেই মেরেছেন চার চারটি ছক্কা আর একটি চার – অতিমানবীয়, অবিশ্বাস্য ক্যামিও বটে।

ব্যাটারদের এমন রুদ্রমূর্তি দেখে বোধহয় বোলারদের বাহুতেও আসুরিক শক্তি জমা হয়েছিল। তাই তো ২০১৯ সালের অ্যাশেজ দ্বৈরথের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন জোফ্রা আর্চার; স্ট্যাম্প উপড়ে দিয়েছেন অজি অধিনায়ক মিচেল মার্শের, বাউন্সারে মার্নাস লাবুশানেকে দু:স্বপ্ন উপহার দিয়েছেন তিনি। ম্যাক্সওয়েলের মহাগুরুত্বপূর্ণ উইকেট খানাও তাঁর ঝুলিতে গিয়েছে।

আর্চারের চেয়েও এক কাঠি সরেস ম্যাথু পটস; নতুন বলে স্টিভেন স্মিথকে আউট করার পর, দ্বিতীয় স্পেলে অস্ট্রেলিয়ার লোয়ার মিডল অর্ডারকে একেবারে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। একাই নিয়েছেন চার উইকেট। এছাড়া ব্রাইডন কার্সের অবদানও নেহাত কম নয়; বিধ্বংসী ট্রাভিস হেডকে তিনিই ফিরিয়েছিলেন প্যাভিলিয়নে। পুরো ইনিংসে তাঁর অর্জন তিন উইকেট।

সব মিলিয়ে পুরাদস্তুর দলীয় ঐক্যের শক্তিতে ক্যাঙ্গারুদের বিধ্বস্ত করেছে ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যরা, বৃষ্টি-বিঘ্নিত ৩৯ ওভারের ম্যাচে ১৮৬ রানের বিশাল জয় পেয়েছে তাঁরা। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরেছে সমতা, এখন অপেক্ষা চূড়ান্ত লড়াইয়ের।

Share via
Copy link