More

Social Media

Light
Dark

ভারতের মাটিতে ভারতকে হারানো স্রেফ স্বপ্ন

সবশেষ ভারত কবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে বলুন তো? অনেকেরই মনে থাকার কথা নয়, কেননা এক দশক পেরিয়ে গিয়েছে।

সবশেষ ভারত কবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে বলুন তো? অনেকেরই মনে থাকার কথা নয়, কেননা এক দশক পেরিয়ে গিয়েছে। ২০১৩/১৪ সালে ইংল্যান্ড পেরেছিল ভারতকে তাঁদের ডেরায় সিরিজ হারাতে, এরপর থেকে টানা ১৮টি হোম সিরিজ অপরাজিত আছে দলটি।

এই তো দিন কয়েক আগে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া। খেলা মাঠে গড়ানোর আগে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল; পাকিস্তানকে উড়িয়ে দেয়া টাইগাররাও আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু ব্যাটে বলে দুই দলের ব্যবধানটা বড্ড চোখে লেগেছে।

চেন্নাই টেস্টে ২৮০ রানে জিতেছে টিম ইন্ডিয়া, পরের ম্যাচে আট আটটি সেশন বৃষ্টিতে ভেসে গেলেও সাত উইকেটের দুর্ধর্ষ একটা জয় পেয়েছে তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের ঘরের মাঠে সবচেয়ে শক্তিশালী দলের স্বীকৃতি দিলেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজা।

তিনি বলেন, ‘এই মুহূর্তে ঘরের মাঠে ভারতই সবচেয়ে শক্তিশালী দল। তাঁদের সঙ্গে লড়াই করাটাও বাংলাদেশের অনেক কঠিন ছিল। ভারতে টেস্ট ম্যাচ জেতা আসলে যে কোনো সফরকারী দলের জন্য কেবল স্বপ্ন; সেখানে বাংলাদেশের ভারতকে চ্যালেঞ্জ করার মত সামর্থ্যই নেই।’

টাইগারদের বিপক্ষে সিরিজে সেরা পারফর্মার নিঃসন্দেহে রবিচন্দন অশ্বিন। তাঁকেও প্রশংসায় ভাসিয়েছেন রমিজ রাজা। তিনি বলেন, ‘অশ্বিনের জন্য এটি দুর্দান্ত একটা সিরিজ ছিল। চেন্নাইতে সে একটা সেঞ্চুরি পেয়েছে, ছয় উইকেট নিয়েছে দ্বিতীয় ইনিংসে – এসব তাঁর অলরাউন্ডিং সামর্থ্যের প্রমাণ। তবে পারফরম্যান্সের তুলনায় তাঁকে যথাযোগ্য মূল্যায়ন করা হয় না।’

সাবেক এই তারকা আরও বলেন, ‘অশ্বিন কারও চেয়ে কম না। সে প্রতিটা সুযোগ কাজে লাগাতে জানে; সুযোগ পেলেই রান করে, উইকেট তোলে। তাঁর মধ্যে কিন্তু অহংকার নেই, উইকেট নেয়ার পর কিংবা সেঞ্চুরি করলে ড্রামা করে না।’

 

Share via
Copy link