অপমানের ইতিহাসের নতুন চূড়ায় পাকিস্তান

ক্রিকেট ইতিহাসে এমন পরাজয় ঘটছে প্রথমবারের মতো। যেখানে দল প্রথম ইনিংসে পাচশত রান ছাপিয়েও ইনিংস ব্যাবধানে পরাজয় বরন করেছে। লজ্জাজনক ইতিহাসের গাঢ় এক আচড় আঁকা হল মুলতানের বুকে।

সকল অসম্ভবের দেশ পাকিস্তান। প্রথম ইনিংসে ৫৫৬ রানের পাহাড় গড়ার পরও হারল তাঁরা, তাও আবার ইনিংস ব্যবধানে। টেস্ট ইতিহাসে আগে এই ঘটনা কখনওই ঘটেনি। বিশ্ব ক্রিকেট পটেও লিখল অপমানের এক নতুন ইতিহাস।

পাকিস্তান দল মুলতান টেস্টের শুরুটা করে চমৎকার ব্যাটিং দিয়ে। যেখানে তারা প্রথম ইনিংসে সাড়ে পাচশ রান ছাপিয়ে যায়। যার পেছনে কারিগর ছিলেন আবদুল্লাহ শাফিক, অধিনায়ক শান মাসুদ ও সালমান আঘার অনবদ্য শতরানের ইনিংস। সাথে সৌদ শাকিলের গুরুত্বপূর্ণ ৮২ টি রান। আশার আলো দেখে পাকিস্তানি ক্রিকেটপাড়া।

তাতেও যেন গুড়ে বালি। প্রায় দুই দিন ব্যাট করে ইংলিশরা। স্কোরবোর্ড বক্ষে ৮২৩ এর বিশাল স্তম্ভ গড়ে ইনিংস ঘোষণা করে তারা। যার হোতা ছিল জো রুট আর হ্যারি ব্রুক। যারা যথাক্রমে ২৬২ ও ৩১৭ এর পাহাড়সম ইনিংস উপহার দেয়। সাথে ওপেনার জ্যাক ক্রাওলি করে ৭৮ রান। মিডল অর্ডারে বেন ডাকেটও খেলেন ৮৪ রানের ক্যামিও।

তার জোরে পাকিস্তান প্যাভিলিয়নে ছুঁড়ে দেয় বিশাল ২৬৭ রানের লিড। এখাণ থেকেই নিজেদের পরাজয়ের কাব্য রচনা করতে শুরু করেন পাকিস্তানি ব্যাটিং লাইনআপ।

প্রথম ছ’জোণ ব্যাটার তারা হারায় ৮২ রানের ভেতর। এর পর লড়াকু শতরানের জুটি গড়েন আমির জামাল ও সালমান আলী আঘা। তবে ১৯১ এর মাথায় সেটিও ভেঙে পরে। পরে পাকিস্তান দলের বাকি ব্যাটাররা একরকম নিরব আত্মসমর্পন করেন। যোগ করেন আর মাত্র ৩০ রান। ৪৭ রানে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করে তারা।

ক্রিকেট ইতিহাসে এমন পরাজয় ঘটছে প্রথমবারের মতো। যেখানে দল প্রথম ইনিংসে পাচশত রান ছাপিয়েও ইনিংস ব্যাবধানে পরাজয় বরন করেছে। লজ্জাজনক ইতিহাসের গাঢ় এক আচড় আঁকা হল মুলতানের বুকে।

Share via
Copy link