অ্যানফিল্ড থেকে বিদায় নিবেন ভ্যান ডাইক?

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি অবশ্যই বলব যে আলোচনা চলছে আমাদের মাঝে। কিন্তু আমি সত্যিই জানি না ভবিষ্যতে কি ঘটবে। সময় আসলেই দেখা যাবে। আলোচনা করাটা যাদের দায়িত্ব তাঁরা সেটা করছে, সিদ্ধান্ত নেয়ার সময় এলে গণমাধ্যমের সবাই নিশ্চয়ই জানতে পারবে। আপাতত আমার সব মনোযোগ লিভারপুলের ওপরেই।’

দারুণ সময় কাটছে লিভারপুলের; আর্সেনাল, ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের সবার ওপরে এখন অবস্থান তাঁদের। তবে এই আনন্দের মাঝেও একটুখানি শঙ্কা ভর করেছে সমর্থকদের মনে; বাতাসে গুঞ্জন আছে ভার্জিল ভ্যান ডাইকের বিদায় নিয়ে। অর্থাৎ চলতি মৌসুম শেষেই হয়তো ক্লাব ছাড়বেন তিনি।

লিভারপুলের সঙ্গে এই ডিফেন্ডারের চুক্তি রয়েছে ২০২৪/২৫ মৌসুম পর্যন্ত। এখনও নতুন চুক্তির ব্যাপারে সমঝোতায় আসতে পারেনি দুই পক্ষ; যদিও আলোচনা চলমান আছে।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি অবশ্যই বলব যে আলোচনা চলছে আমাদের মাঝে। কিন্তু আমি সত্যিই জানি না ভবিষ্যতে কি ঘটবে। সময় আসলেই দেখা যাবে। আলোচনা করাটা যাদের দায়িত্ব তাঁরা সেটা করছে, সিদ্ধান্ত নেয়ার সময় এলে গণমাধ্যমের সবাই নিশ্চয়ই জানতে পারবে। আপাতত আমার সব মনোযোগ লিভারপুলের ওপরেই।’

ডাচ তারকার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও প্রসারিত হয়েছে লিভারপুলের স্কাউট দলের কার্যক্রমের কারণে। ইতোমধ্যে তাঁরা ট্রান্সফার মার্কেটে কড়া নজর রাখতে শুরু করেছে, এই মুহূর্তে তাঁদের পছন্দের তালিকায় সবার উপরে আছে বরুশিয়া ডর্টমুন্ডের নিকো স্লোটারবেক। তাঁর জন্য পঞ্চাশ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে অলরেডরা।

ফ্রেইবার্গের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন স্লোটারবেক, এরপর ধারে খেলেছেন ইউনিয়ন বার্লিনের হয়ে। তবে তাঁর প্রতিভার পূর্ণ বিকাশ হয়েছে ডর্টমুন্ডের জার্সিতে। গত মৌসুমে তো জার্মান লিগে সর্বোচ্চ সফল ট্যাকেল হার ছিল তাঁর। ইতোমধ্যে জার্মানির জার্সিও গায়ে জড়িয়েছেন তিনি, সবমিলিয়ে সম্ভাবনাময়ী একটা ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে তাঁকে।

ভ্যান ডাইকের বয়স এখন ৩৩, মৌসুম শেষ হতে হতে তাঁর বয়স প্রায় ৩৪ বছর হয়ে যাবে। এমতাবস্থায় তাঁকে বাদ দিয়ে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করাটাই তুলনামূলক ভাল হবে লিভারপুলের জন্য। যদিও আরো কয়েক বছর বিশ্বমানের পারফরম্যান্স করার সামর্থ্য আছে তাঁর – এখন দেখার বিষয় ক্লাব কর্তৃপক্ষ কোন পথে হাঁটে।

Share via
Copy link