আটজন ব্যাটার মিলে সর্বোচ্চ কত রান নেয়া যায়; সর্বোচ্চ বাদ থাকুক, সর্বনিম্ন কত রান নিতে পারে? যত বিস্ময়কর ব্যাটিং ধ্বসের কথাই ভাবুন না কেন, আপনি নিশ্চয়ই এক রান বলবেন না। কারণ, আটজন মিলে এক রান করাটা একেবারে অসম্ভব। অথচ এই অসম্ভব ঘটনা টাই ঘটলো অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে।
তাসমানিয়ার বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শেষ আট উইকেট হারিয়েছে স্রেফ এক রানের ব্যবধানে! বিশ্বাস হোক বা না হোক, ব্যাপারটা একদমই সত্য। দলটার স্কোরবোর্ডে ৫২ রানে দুই উইকেট ছিল একটা পর্যায়ে, চোখের পলকে তাঁরা অলআউট হয়েছে ৫৩ রান! কোন কিছু দিয়েই বোধহয় এমন ব্যাটিং ধ্বসের ব্যাখ্যা দেয়া যায় না।
লিস্ট এ ক্রিকেট ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেরায়। টসে জিতে স্বাগতিকরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তখনও জানার উপায় ছিল না তাঁদের জন্য কি অপেক্ষা করছে।
ওপেনিং জুটিতে অ্যারন হার্ডি এবং ডি আর্চি শর্ট করেন দশ রান; হার্ডি আউট হলে তিন নম্বরে নামা ক্যামেরন ব্যানক্রাফটের সঙ্গে মিলে শর্ট বোর্ডে যোগ করেন আরো ৩৫ রান – ৪৫ রানে দুই উইকেট হারায় দলটি। তখনও স্বাভাবিক ছিল সব কিছু, কিন্তু ৫২ রানের মাথায় ব্যানক্রাফট আউট হতেই শুরু হয় অলৌকিক ব্যাটিং ব্যর্থতা। একের পর এক ব্যাটার রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় নামেন।
শেষ ছয়জন ব্যাটারই এদিন শূন্য রানে আউট হয়েছেন, এছাড়া এক রান করে আউট হয়েছেন জশ ইংলিস। তাতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে লজ্জায় ডুবে মরেছে তাঁরা।
আর এই বিধ্বস্ত ব্যাটিং লাইনআপের নেপথ্যে আছেন বিউ ওয়েবস্টার, একাই নিয়েছেন ছয় উইকেট। তাঁর সাথে জুটি বেঁধে প্রতিপক্ষের মিডল আর লোয়ার অর্ডারকে স্রেফ কচুকাটা করেছেন আরেক পেসার বিলি স্টেনলেক। ৫৩ রানে অলআউট হওয়াটা এখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বনিন্ম দলীয় সংগ্রহের রেকর্ড, এছাড়া অজিদের লিস্ট এ ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।